বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘শেখ হাসিনা উন্নয়নের জাদুকর’

প্রধানমন্ত্রীর উন্নয়নবিষয়ক অবহিতকরণ সভায় বক্তব্য দেন সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রীর উন্নয়নবিষয়ক অবহিতকরণ সভায় বক্তব্য দেন সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম। ছবি : কালবেলা

শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের জাদুকর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এ দেশে এত উন্নয়ন হতো না। তাই আপনাদের কাছে আমার অন্য কোনো চাওয়া নেই। আপনারা শুধু প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে ইন্দুরকানী উপজেলার রেখাখালী-সুতারখালী বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর উন্নয়নবিষয়ক অবহিতকরণ সভায় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এ সংকট নিরসনে আরও সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ এলাকায় সব রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দিরের উন্নয়নমূলক কাজ পর্যায়ক্রমে হবে। এ ছাড়া টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য আমি সংসদে প্রস্তাব উত্থাপন করেছি। আশা করছি শিগগিরই এটি সংসদে পাস হবে।

তিনি আরও বলেন, আমি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিই না। আমার কোনো সন্ত্রাসী বাহিনীও নেই। আমার সংসদীয় এলাকায় কোনো রকম সন্ত্রাসী, মাস্তানি, অন্যের জমি দখল, চাঁদাবাজি চলবে না। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম বায়জিদ হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান শান্তি জোমাদ্দার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিলন কান্তি হালদার,পত্তাশী ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব অজিত কুমার মণ্ডল, অসীম মিস্ত্রি, শুকরঞ্জন মিস্ত্রি প্রমুখ।

এ সময় এলজিইডির পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী রনজিত দে, ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান তালুকদার, উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল বসু, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহিন গাজী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান ছগির, সাধারণ সম্পাদক ইসরাফিল খান নেওয়াজ, জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান শিরিনা আফরোজ, যুব মহিলা লীগ নেত্রী শেখ ইরানিসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য শ. ম. রেজাউল করিম পাড়েরহাটে পূর্ব হোগলাবুনিয়া নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১০

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১১

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১২

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৩

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৪

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৫

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৬

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৭

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৮

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৯

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

২০
X