শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১১:১২ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টেঁটার ফলায় বিদ্ধ রকিবের আইনজীবী হওয়ার স্বপ্ন

বার কাউন্সিলের পরীক্ষার্থী ইমাদ উদ্দিন রকিব। ছবি : সংগৃহীত
বার কাউন্সিলের পরীক্ষার্থী ইমাদ উদ্দিন রকিব। ছবি : সংগৃহীত

আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ হল না ইমাদ উদ্দিন রকিবের। তার আগেই ঘাতকরা কেড়ে নিল তার প্রাণভোমরা। আইনজীবী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে বার কাউন্সিলের পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করে ছেলেটি। মাত্র ৪২ শতাংশ ধানি জমি সংক্রান্ত বিরোধের জেরে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হল স্বপ্নপূরণের আগেই।

শুক্রবার (১২ জুলাই) এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। প্রতিপক্ষের হামলায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআব্দা সিক্কা এলাকার আজিম উদ্দিনের ছেলে ইমাদ উদ্দিন রকিব নামের বার কাউন্সিলের এ পরীক্ষার্থী খুন হয়েছেন।

এসময় আহত হয়েছেন তার অপর দুই ভাই। ওই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা সিক্কা এলাকার কোনগাঁও গ্রামের খলিল মিয়া গং ও তেলিআবদা গ্রামের অজিম উদ্দিন গংয়ের সঙ্গে ৪২ শতাংশ ধানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিশে সমাধান না হওয়ায় আদালতে মামলাও হয়।

এ অবস্থায় শুক্রবার আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষেরর হামলায় আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিবের বুকে টেঁটা বিদ্ধ হয়। অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন এসময় গুরতর আহত হন।

পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে তিন ভাইকে নিয়ে আসলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন। রকিবের অপর দুই ভাইকে গুরুতর আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রকিবের পিতা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক ধানি জমি ক্রয় করে তারা ভোগদখল করে আসছিলেন। এই জমির পূর্ব মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আর এস রেকর্ডে এই জমি চলে যায় খলিল মিয়া গংদের নামে। এ নিয়ে একাধিক সালিশে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানী আদালতে মামলা করেন।

তিনি আরও জানান, তার ছেলে ইমাদ উদ্দিন রকিব সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এই ঘটনা শোনার পর আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। আসামিদের ধরার জন্য ফোর্স নিয়ে অভিযান চালাচ্ছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

বাংলাদেশে অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

সাগরে লঘুচাপ, নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

ভিটামিনের ঘাটতি মেটাতে শীতে কয়টা ডিম খাবেন

পাগলা শিয়ালের তাণ্ডব : শিশুসহ আহত ২০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

১০

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

১১

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

১২

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

১৩

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

১৪

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

১৫

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

১৬

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

১৭

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

১৮

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

১৯

তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে : সিইসি

২০
X