শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ১১:১২ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

টেঁটার ফলায় বিদ্ধ রকিবের আইনজীবী হওয়ার স্বপ্ন

বার কাউন্সিলের পরীক্ষার্থী ইমাদ উদ্দিন রকিব। ছবি : সংগৃহীত
বার কাউন্সিলের পরীক্ষার্থী ইমাদ উদ্দিন রকিব। ছবি : সংগৃহীত

আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ হল না ইমাদ উদ্দিন রকিবের। তার আগেই ঘাতকরা কেড়ে নিল তার প্রাণভোমরা। আইনজীবী হওয়ার স্বপ্নে বিভোর হয়ে বার কাউন্সিলের পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করে ছেলেটি। মাত্র ৪২ শতাংশ ধানি জমি সংক্রান্ত বিরোধের জেরে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হল স্বপ্নপূরণের আগেই।

শুক্রবার (১২ জুলাই) এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। প্রতিপক্ষের হামলায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআব্দা সিক্কা এলাকার আজিম উদ্দিনের ছেলে ইমাদ উদ্দিন রকিব নামের বার কাউন্সিলের এ পরীক্ষার্থী খুন হয়েছেন।

এসময় আহত হয়েছেন তার অপর দুই ভাই। ওই ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা সিক্কা এলাকার কোনগাঁও গ্রামের খলিল মিয়া গং ও তেলিআবদা গ্রামের অজিম উদ্দিন গংয়ের সঙ্গে ৪২ শতাংশ ধানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিশে সমাধান না হওয়ায় আদালতে মামলাও হয়।

এ অবস্থায় শুক্রবার আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর এক পর্যায়ে প্রতিপক্ষেরর হামলায় আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিবের বুকে টেঁটা বিদ্ধ হয়। অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন এসময় গুরতর আহত হন।

পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে তিন ভাইকে নিয়ে আসলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষণা করেন। রকিবের অপর দুই ভাইকে গুরুতর আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত রকিবের পিতা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক ধানি জমি ক্রয় করে তারা ভোগদখল করে আসছিলেন। এই জমির পূর্ব মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আর এস রেকর্ডে এই জমি চলে যায় খলিল মিয়া গংদের নামে। এ নিয়ে একাধিক সালিশে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানী আদালতে মামলা করেন।

তিনি আরও জানান, তার ছেলে ইমাদ উদ্দিন রকিব সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষায় অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করে বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এই ঘটনা শোনার পর আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট করে সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করি। আসামিদের ধরার জন্য ফোর্স নিয়ে অভিযান চালাচ্ছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাপসা গরম কমবে কবে জানাল আবহাওয়া অফিস

পাঁচ দেশের সঙ্গে সম্পর্ক থাকা কে এই ‘গ্লোবাল’ ক্রিকেটার

কেন করণের প্রস্তাব ফিরিয়ে দেন জয়া?

কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের দায় কেউই এড়াতে পারে না : ইএবি

ভোটের মাঠে ১ লাখ সেনা, দেড় লাখ পুলিশ থাকবে : ইসি সচিব

বড়দের আচরণে ক্ষতি হয় শিশুর

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতিসংঘকে একযোগে ইরান-রাশিয়া-চীনের বার্তা

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

প্রকল্প সংস্কৃতি বিবিএসকে মূল কাজ থেকে বিচ্যুত করেছে: টাস্কফোর্সের প্রতিবেদন

১০

নির্বাচনে ড্রোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

১১

অযত্নে নষ্ট অর্ধকোটি টাকার নৌ অ্যাম্বুলেন্স

১২

সুপেয় পানির সংকট মোকাবিলায় ট্যাংক বিতরণ

১৩

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বাড়বে : রাশেদ খান

১৪

শিবালয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে র‍্যালি ও জনসমাবেশ

১৫

বিষাক্ত বাতাসে আচ্ছন্ন শহর, দূষণ ১৬ গুণ বেশি

১৬

‘শহীদ শামসুজ্জোহার চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই’

১৭

ফাঁদ পেতে অন্যকে ফাঁসাতে গিয়ে জনতার হাতে ধরা

১৮

শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ এ্যানির

১৯

শুঁটকি উপকারী না ক্ষতিকর? কী বলছেন পুষ্টিবিদ

২০
X