গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১২:০৯ এএম
অনলাইন সংস্করণ

এবার জিআই পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের গয়না

জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না। ছবি : সংগৃহীত
জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না। ছবি : সংগৃহীত

জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সম্মেলন কক্ষ স্বচ্ছতায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, এই স্বীকৃতি জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের ব্রোঞ্জের গয়নার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। এ ছাড়া ব্রোঞ্জের গহনা তৈরির সাথে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। ব্রোঞ্জ শিল্পভিত্তিক অর্থনীতি আরও গতিশীল হবে। এতে এলাকার অর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়নার জিআই ভুক্তিকরণের সঙ্গে সম্পৃক্ত জেলা প্রশাসন ও মুকসুদপুর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

তিনি আরও বলেন, সরকার এ শিল্পকে আধুনিকায়ন, প্রশিক্ষণের ব্যবস্থাসহ সব ধরনের সহযোগিতায় ব্রোঞ্জ গয়নার পুরাতন ঐতিহ্য ধরে রাখবে।

মান সম্পন্ন কারিগর ও আধুনিক যন্ত্রপাতি কাজে লাগিয়ে দামি গয়না তৈরি করতে পারলেই, শ্রমিক, মালিক ও ব্যবসায়ীরা অধিক উপার্জন করতে পারবে। এ শিল্প দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও গতিশীল করবে বলেও আশা করেন গোপালগঞ্জে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গত ১২ মার্চ জেলা প্রশাসক জিআই পণ্যের অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না নিবন্ধন পায় বলে অবগত করেন সাংবাদিকদের।

উল্লেখ, এর আগে জামদানি শাড়ি থেকে শুরু করে জিআই পণ্য হিসেবে ধারাবাহিকভাবে স্বীকৃতি পায় বাংলাদেশের ইলিশ, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম, বিজয়পুরের সাদা মাটি, দিনাজপুর কাটারীভোগ, বাংলাদেশ কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, রাজশাহী-চাপাইনবাবগঞ্জের ফজলি আম, বাংলাদেশের বাগদা চিংড়ি, বাংলাদেশের শীতল পাটি, বগুড়ার দই, শেরপুরের তুলশীমালা ধান, চাঁপাই নবাবগঞ্জের ল্যাংড়া আম, চাঁপাই নবাবগঞ্জের আশ্বিনা আম, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃতসাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লাসহ বেশ কিছু খাদ্যপণ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ঝরল আরও ৫ প্রাণ, হাসপাতালে ৬২২

নিম্নমানের চাল বিতরণের ঘটনায় গুদাম সিলগালা

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিক

সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান নিয়ে ‘সুখবর’ দিলেন স্বাস্থ্যের ডিজি

২৮ ইঞ্চিতে আটকে আছেন ১৮ বছর বয়সী তৌহিদ

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করুন এখনই

আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই : মেয়র শাহাদাত

‘সাইয়ারা’ নায়িকার নতুন চ্যালেঞ্জ

বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

প্রধান সহযোগীসহ সেই মার্কিন নাগরিক রিমান্ডে

১০

প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

১১

আলোচনায় করাচির ‘বেশরম বার্গার’ ও ‘লক পিজ্জা’

১২

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

১৩

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

১৪

চাকরি দিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পদ ৫১

১৫

চট্টগ্রামে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া

১৬

‘আরিফিন তুষারের মৃত্যু সাংবাদিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি’

১৭

সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

১৮

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হলে গণভোট : এবি পার্টি 

১৯

হাবিপ্রবি উপাচার্যের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ, কল রেকর্ড ফাঁস

২০
X