সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক আব্দুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী ফরিদকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে বাড়ির সামনে থেকে তাদের তুলে নিয়ে যায় সাভার থানা পুলিশ।
এ বিষয়ে বিএনপি সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আগামীকাল সমাবেশ ঘিরে নিরাপত্তার স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।
আব্দুর রহমান সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম সাংবাদমাধ্যমকে বলেন, বিএনপি নেতা আব্দুর রহমান ও তার সহকারীকে থানায় নিয়ে গেছে পুলিশ।
মন্তব্য করুন