পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে শেফালী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত শেফালী বেগম মাঝোয়ালী আদর্শ গ্ৰামের জামাল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শেফালী বেগম তার ছেলের মোটরসাইকেলে করে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাউলাগঞ্জ বাজারে একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে চলন্ত একটি ট্রাকের নিচে পড়ে যান শেফালী বেগম। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনায় তার ছেলেও আহত হন।
দেবীগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
মন্তব্য করুন