রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আ.লীগ-আন্দোলনকারীদের সংঘর্ষে আহত ৫

আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারপিট করছে। ছবি : কালবেলা
আন্দোলনকারী এক শিক্ষার্থীকে মারপিট করছে। ছবি : কালবেলা

রাজশাহীতে ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ৬টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কমপ্লিট শাটডাউন সফল করতে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে নিয়ে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়।

আন্দোলনকারীরা পিছু হটার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ককটেলের স্প্লিন্টারের আঘাতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, ছাত্রলীগ কর্মী নাঈম আহত হন। পরে আন্দোলনকারীদের দুই-তিনজনকে ধরে মারধর করে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচায় জানা যায়নি। ককটেলের আঘাতে এক পথচারীও আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নুর মোহাম্মদ সিয়াম বলেন, ‘শিক্ষার্থীদের নামে ছাত্রদল-শিবিরকর্মীরা সাহেব বাজার জিরোপয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছিল। পরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দেয়।

তিনি আরো বলেন, এ সময় শিবির কর্মীরা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবুজ ও কর্মী নাঈম আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে আন্দোলনরত শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করছে। সংঘর্ষের ঘটনায় সাহেববাজার জিরোপয়েন্টসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই সাহেব বাজার এলাকায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। শহরে অল্প যানবাহন চলাচল করছে।

এ ছাড়াও অবরোধের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আন্তঃনগর বাস চলাচল করছে খুবই কম। অপরদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশিরভাগ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হল ছেড়ে চলে গেছেন।

বোয়ালিয়া থানার ওসি হুমায়ন কবীর কালবেলাকে বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হওয়ার চেষ্টা করে।

পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশেল অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, ‘রাজশাহীতে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশ কাজ করছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১০

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১১

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

১২

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

১৩

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

১৪

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

১৫

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১৬

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১৭

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১৮

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৯

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

২০
X