বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ৩ দিনে বিএনপি-জামায়াতের ৪৪ জন গ্রেপ্তার

লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়। ছবি : কালবেলা
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার অভিযোগে তিন দিনে বিএনপি-জামায়াতের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) রাতে জেলার ৬ থানা থেকে ১৪ জনকে পৃথকস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে সদর থানায় ৪, রায়পুরে ১, কমলনগরে ২, রামগঞ্জে ২, রামগতিতে ২ ও চন্দ্রগঞ্জে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া সোমবার ১৬ ও মঙ্গলবার ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নাশকতার ঘটনায় সোমবার (২১ জুলাই) সদর থানার এসআই অলিউল্যা বাদী হয়ে বিস্ফোরক আইনে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় এজাহার নামীয় ১৩ জনসহ অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়।

সদর থানায় আটকদের নতুন দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। এ ছাড়া জেলার অন্য থানা চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতি থানায় আটকদের পুরোনো মামলার আসামি হিসেবে আটক দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন।

গ্রেপ্তাররা হলেন- ইমতিয়াজ আহমেদ বাবু, আজাদ মাহামুদ নিয়াজ, মো. জাহাঙ্গীর, মো.মহিউদ্দিন, মো. মেরাজ হোসেন, জয়নাল, আমজাদ হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন, জাকির হোসেন, রাজিব হোসেন। বাকিদের নাম পাওয়া যায়নি।

সদর থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, সোমবার (২১ জুলাই) জেলা শহরের উত্তর তেমুহনী বাজার মুখে সন্ত্রাসীরা বিস্ফোরকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সড়কে হাঙ্গামা ও যান চলাচলে বাধা সৃষ্টি করায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ একাধিক অভিযান করে বিভিন্ন স্থান থেকে আসামিদের আটক করছে।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, নাশকতাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নাশকতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিদিনই নাশকতাকারীদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ছাড়া বর্তমানে লক্ষ্মীপুরে জনজীবন স্বাভাবিক রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে ছোট যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঘোষণা

পাকিস্তানের এশিয়া কাপ অভিযানে নতুন বিতর্ক!

বিএনপি-যুবদলের তিনজনকে অব্যাহতি

রাব্বানীর জিএস পদ অবৈধের সুপারিশে রাশেদের প্রতিক্রিয়া

বাংলাদেশ পুলিশকে চীন দূতাবাসের কম্পিউটার উপহার

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

সেতু বিভাগের সচিবের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহণ

জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদলের বৈঠক

ঘুমের মধ্যেই না ফেরার দেশে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

১০

ভাঙ্গায় সরকারি দপ্তরে নাশকতাকারীদের বিচারের দাবিতে বিএনপির শান্তি মিছিল

১১

গলায় বাদাম আটকে নবম শ্রেণির ছাত্রের মৃত্যু

১২

‘ঋণে জর্জরিত মানুষটির চল্লিশা যারা খেলেন, খাবার কীভাবে তাদের পেটে নামল’

১৩

এবার দেশের বাজারে আরও বাড়ল স্বর্ণের দাম

১৪

পৃথক ফৌজদারি ও পারিবারিক আদালত প্রতিষ্ঠা করল সরকার

১৫

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব : গণতন্ত্র মঞ্চ

১৬

শুরুতে ঝড়, শেষে ম্লান বাংলাদেশ

১৭

টাঙ্গাইলে সরকারি চাল উদ্ধার

১৮

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১৯

অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে : জুলাই মঞ্চ

২০
X