লিয়াকত মাসুদ, কসবা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০৮:২৪ এএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

চায়না জালের অবাধ ব্যবহার, হুমকির মুখে মৎস্যসম্পদ

জলাশয়ে পেতে রাখা হয়েছে মাছ ধরার ফাঁদ (চায়না জাল)। ছবি : কালবেলা
জলাশয়ে পেতে রাখা হয়েছে মাছ ধরার ফাঁদ (চায়না জাল)। ছবি : কালবেলা

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় চায়না জালের অবাধ ব্যবহারে হুমকির মুখে মৎস্যসম্পদ। চায়না ম্যাজিক জালে দেশীয় বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মাছসহ জলজপ্রাণী ধরা পড়ছে এই জালে। ফলে মাছশূন্য হয়ে পড়ছে কসবার নদী-খাল-বিল। ম্যাজিক জালের ব্যবহার বন্ধ না হলে এই অঞ্চলের দেশি মাছ বিলপ্ত হয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা গেছে, চায়না জাল সাধারণ এক থেকে দেড় ফুট উচ্চতা ও ৬০ থেকে ৯০ ফুট দৈর্ঘ্য এবং ক্ষুদ্র ফাঁসবিশিষ্ট ধনুক আকৃতির হয়। লোহার রড় ও রডের রিং দিয়ে খোপ আকারের বাক্স তৈরি করে চারপাশ সূক্ষ্ম জাল দিয়ে ঘেরাও করে তৈরি করা হয়। ফলে চায়না জালের দুই দিক থেকে মাছ ঢুকতে পারে।

আরও পড়ুন : নদে বাঁধ দিয়ে খরা জালে মাছ শিকার

নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি জানান, চায়নার আবিষ্কৃত একধরনের বিশেষ ফাঁদ। এটি প্রায় ২০ ফুট থেকে শুরু করে ৮০ ফুট লম্বা হয়ে থাকে। দেখতে ছোট ছোট খোপের মতো। এই জাল খাল বিল জলাশয়ে বাশেঁর খুঁটির সঙ্গে জালের দুই মাথা বেধে পেতে রাখা হয়। কিছুক্ষণ পর পর তোলে ছোট বড় সব ধরনের মাছ এই জালে আটকা পড়ে এলাকায় এই জাল ব্যবহারের কারণে মুক্ত জলাশয়ের মাছ শেষের পথে। এলাকার মানুষ উপজেলা বিভিন্ন বাজার থেকে এই জাল উন্মুক্তভাবে ক্রয় করছেন।

স্থানীয় মৎস্যজীবীরা বলেছেন. প্রতিটি ম্যাজিক জালের দাম তিন থেকে চার হাজার টাকা হলেও প্রচুর মাছ ধরা পড়ে। এতে লাভ থাকায় জালের টাকা পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। ফলে জেলেরা এই জালে মাছ ধরায় ঝুঁকছেন বেশি।

এলাকাবাসী জানান, প্রতিদিন সকাল ও বিকেল দুবেলা ছোট ছোট পোনা মাছ নিয়ে বাজারে আসছেন স্থানীয় জেলেরা। মৎস্য অফিস থেকে প্রতিনিয়ত তদারকি বা অভিযান পরিচালনা না করলে চায়না জাল ব্যবহার বন্ধ করা যাবে না। এভাবে চলতে থাকলে এলাকার মৎস্য ও জলজপ্রাণী নির্মূল হয়ে যাবে। এই বিষয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন তারা।

আরও পড়ুন : নিষিদ্ধ জালে অবাধে নিধন ডিমওয়ালা ও পোনা মাছ

উপজেলা মূলগ্রাম ইউনিয়নের শ্যামনগর গ্রামের দিপংকর নামের এক জেলে জানান, চায়না জালে সব ধরনের মাছ ছেকে উঠে। দাম কম হওয়ায় স্থানীয় মৎস্য শিকারিরা এই জালে মাছ ধরে। ফলে আমরা যারা চিরাচরিত কৌশল ভেসাল ও ঝাকি জাল দিয়ে মাছ ধরতাম, এখন আমাদের জীবিকার নির্বাহ করা কঠিন হয়ে পড়ছে।

কসবা উপজেলার তিতাস নদীতে দেখা গেছে, ছোট ছোট ২০ থেকে ৩০ জন জেলে জাল পাতছে। এই সময়ে জালে ধরা পড়ে দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় সব মাছ, এমনকি বিলে থাকা জলজপ্রাণীও এই জালে উঠে আসছে।

উপজেলার মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান জানান, ইতোমধ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়নের জেলে ও মৎস্য শিকারিসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করার মাধ্যমে এই সব নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার না কারার জন্য সচেতন করছি। পরবর্তীতে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচনে জাল ভোট ঠেকাতে নয়া পদক্ষেপ

শিক্ষকদের যৌক্তিক দাবি অবশ্যই মেনে নিতে হবে : সারজিস

নোয়াখালী, খুলনা ও যশোরের ঘটনায় পূজা পরিষদের প্রতিবাদ

সোনার বাংলা সার্কাসের একক কনসার্ট ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’

তদবির-ভয়ভীতির অভিযোগে উইলস লিটল স্কুলশিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

হোয়াইটওয়াশের পর আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন ২ টাইগার ক্রিকেটার

যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিরুদ্ধে মামলা চালিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা

রাকসুর জন্য পারমানেন্ট মার্কার আমদানি করেছি : প্রধান নির্বাচন কমিশন

এক বাসের ধাক্কায় আরেক বাস খাদে, প্রাণ গেল নারীর

বেড়াতে যাওয়ার পথে অপহরণ, চার মাস পর কিশোরীকে উদ্ধার

১০

চার জেলায় নতুন ডিসি

১১

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

১২

জকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য থাকবে পৃথক বুথ

১৩

রাকসুতে কোন ভবনে কত ভোট, কার কেন্দ্র কোনটি

১৪

সাভারে আবাসিক হোটেল থেকে ৯ নারীসহ আটক ২২

১৫

বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩

১৬

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সভার তারিখ নির্ধারণ

১৭

‘তিন গোয়েন্দা’ সিরিজের রকিব হাসান আর নেই

১৮

সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেল মন্ত্রণালয়

১৯

ল্যাবএইডের কর্ণধার সাকিফ শামীমকে নিয়ে ফিচার করল ‘ইউএসএ টুডে’

২০
X