তন্ময় উদ্দৌলা, ফরিদপুর
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

শিশু আহাদের দাফন দিয়ে বাড়িতে শুরু পারিবারিক কবরস্থানের

আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসানের ছেলে আহাদ। ছবি : সংগৃহীত
আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসানের ছেলে আহাদ। ছবি : সংগৃহীত

১৯ জুলাই, পড়ন্ত বিকেল। রাজধানীর একটি ভবনের ৮ তলার বারান্দা। এক পাশে বাবা, আরেক পাশে মা। আর মাঝে দাঁড়িয়ে ছোট্ট শিশু আবুল আহাদ। তাদের তিন জোড়া চোখ নিচের দিকে তাকিয়ে অবাক বিস্ময়ে। কেননা, তখন বাসার নিচের রাস্তায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংস পরিস্থিতি বিরাজ করছিল।

এরই মাঝে আচমকা মেঝেতে লুটিয়ে পড়ে শিশু আহাদ। বাবা আবুল হাসান ভেবেছিলেন, ছেলে হয়তো মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু না। ছেলেকে তুলে ধরতেই বুকের রক্ত হিম হয়ে যায় বাবার। ততক্ষণে রক্তে ভেসে যাচ্ছে ছেলেটার চোখ, মুখ ও মাথা। ডান চোখে বিদ্ধ গুলি আটকে গেছে শিশুটির মাথায়। রক্তাক্ত ছেলেকে কোলে তুলে নিয়ে দ্রুত নিচে নেমে আসেন আবুল হোসেন। কিন্তু সেখানেও বাধার মুখে পড়েন অস্ত্রধারীদের। শিশুটির রক্তাক্ত শরীর দেখে অবশেষে সরে দাঁড়ান তারা। এরপর আহাদকে নেওয়া হয় ঢাকা মেডিকেলের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের (আইসিইউ)। লাইফ সাপোর্টে।

চিকিৎসকরা জানান, শিশুটির মাথার মধ্যে গুলি আটকে আছে। কিন্তু কোন অবস্থানে আছে, তা বোঝার জন্য সিটিস্ক্যান করতে হবে। কিন্তু সিটিস্ক্যান করতে নেওয়া হলে আইসিইউর যন্ত্রপাতি খুলে ফেলতে হবে। এতে শিশুর মৃত্যুও হতে পারে। তবে সিটিস্ক্যান করাও জরুরি। অবশেষে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিষ্পাপ শিশু আবুল আহাদের।

এদিকে শুক্রবার (২৬ জুলাই) শিশু আহাদের আত্মার শান্তি কামনায় তার গ্রামের বাড়ি ফরিদপুরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বাদ জুমা দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পুখুরিয়া গ্রামের ৮টি মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া ও মোনাজাত করা হয়।

শিশু আহাদের পিতা আবুল হাসান আয়কর বিভাগের উচ্চমান সহকারী। তাদের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে। আবুল হাসান ও সুমি আক্তার দম্পতির দুই ছেলে দিহান মাতুব্বর (১১) ও ছোট ছেলে আবুল আহাদকে (৪) নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার ১১তলা বিশিষ্ট একটি বাড়ির আট তলায় থাকতেন। সাজানো গোছানো সংসারে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই দিন যাচ্ছিল আবুল হাসানের। কিন্তু হঠাৎ দুঃস্বপ্নের মতো ভেঙে গিয়েছে তার সমস্ত স্বপ্ন।

নিহত শিশু আহাদের চাচা মোখলেসুর রহমান বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরদিন শনিবার রাত সাড়ে ৮টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন আহাদকে মৃত ঘোষণা করা হয়। মর্গে ময়নাতদন্ত শেষে রোববার দুপুর ৩টার দিকে আহাদের মরদেহটি আমরা বুঝে পাই। তারপর অ্যাম্বুলেন্স নিয়ে গ্রামের বাড়ি ভাঙ্গার পুখুরিয়া গ্রামে চলে আসি । বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আহাদকে।

আবেগভরা শোকাতুর কণ্ঠে মোখলেসুর বলতে থাকেন, বাড়িতে আগে পারিবারিক কবরস্থান ছিল না। আহাদকে দাফনের মধ্য দিয়েই কবরস্থানটির যাত্রা শুরু হলো।

কোনোভাবেই যেন মানতে পারছেন না আবুল হাসান। কান্নাজড়িত কণ্ঠে তিনি কালবেলাকে বলেন, ‘একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্মমতার শিকার হয়ে আমার ছেলেটা চলে গেল। এ নিয়ে আমি আর কী বলব! চেয়েছিলাম পোস্টমর্টেম না করাতে। অতটুকু শরীরে যাতে আর কাটাছেঁড়া করা না হয়, কিন্তু আমাদের সে চেষ্টাও সফল হয়নি।’

এলাকার দায়িত্বশীল কারও বক্তব্য না পাওয়া গেলেও শোকের নিস্তব্ধতা যেন পুকুরিয়া গ্রামের পুরো এলাকাজুড়ে। স্বাধীনতার ৫৩ বছর পরে এভাবে পিতার কাঁধে শিশুপুত্রের লাশ! কোনো বাবা-মায়ের কোল যেন এভাবে আর খালি না হয়, তাই এ ঘটনা তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক- এমনটাই দাবি এলাকার সর্বসাধারণের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X