কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সিলেটে সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা ১৩টি মামলায় অন্তত ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ বাদী হয়ে করা ১৩টি মামলায় ১৭ হাজার ৬৮ জনকে আসামি করা হয়েছে।
রোবাবার (২৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিলেটে কোটা সংস্কার আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত সহিংসতার ঘটনায় কোতোয়ালি থানায় প্রাণহানি ও ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় ছয়টি, জালালাবাদ থানায় দায়েরকৃত চারটি এবং দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের হয়েছে।
তিনি আরও বলেন, গত শুক্রবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত কোতোয়ালি থানায় ২ জন, জালালাবাদ থানায় একজন। তিন থানায় করা ১১টি মামলায় অন্তত ১৬ হাজার ৮০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় রোববার পর্যন্ত ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার কালবেলাকে বলেন, কানাইঘাট ও জৈন্তাপুর থানায় ২৬৮ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, নগরীর নেহারীপাড়ায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সিলেটের কোতোয়ালি থানায় নতুন করে আরেকটি মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৭০০ থেকে ৮০০ জনকে।
মন্তব্য করুন