ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পটোল চাষে লাভের মুখ দেখছেন চাষিরা

বাজারজাত করতে ক্ষেত থেকে পটোল তুলে বস্তায় ভরছেন কৃষক। ছবি : কালবেলা
বাজারজাত করতে ক্ষেত থেকে পটোল তুলে বস্তায় ভরছেন কৃষক। ছবি : কালবেলা

রোগবালাইসহ প্রাকৃতিক কোনো দুর্যোগ কম হওয়ায় এবং ফলন ভালো হওয়ায় পটোল চাষ করে আশানুরূপ লাভের মুখ দেখছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পটোল চাষিরা।

সরেজমিনে উপজেলার ৬ নম্বর দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকরা তাদের পটোল ক্ষেতের পরিচর্যাসহ পটোল তুলতে ব্যস্ত সময় পার করছেন। বাজারে পটোলের দাম ভালো পাওয়ায় পরিপক্ব পটোল তুলে বাজারে পাঠাচ্ছেন। বিগত বছরগুলোর তুলনায় এ বছর পটোল চাষে আশানুরূপ লাভের মুখ দেখছেন তারা।

দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামের পটোল চাষি মিজানুর রহমান বলেন, কার্তিক মাসে ৫ শতাংশ জমিতে পটোল চাষ করি । চাষাবাদে এ পর্যন্ত খরচ হয়েছে ১০ হাজার টাকা। প্রাকৃতিক কোনো দুর্যোগ কিংবা রোগ-বালাই না লাগায় এবার পটোলের ফলন ভালো হয়েছে এবং চাহিদানুযায়ী দামও পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৪ হাজার টাকার পটোল বিক্রি করা হয়েছে। এখনো ক্ষেতে যে পরিমাণ পটোল রয়েছে তা অন্তত ২০ হাজার টাকায় বিক্রি হবে। মাসে দুবার পটোল তুলে বিক্রি করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষি অফিসের কোনো লোককে আমার জমিতে দেখিনি কিংবা কোনো সহযোগিতাও পাইনি। বিভিন্ন প্রকার আবাদের সঙ্গে বছরজুড়ে থাকলেও কৃষি অফিস থেকে কোনো প্রকার প্রণোদনা পাইনি আমি। আবার এলাকার কিছু লোক আছে যারা কোনোদিন কোনো কিছু আবাদের সঙ্গে জড়িত না তারাই পাচ্ছেন প্রণোদনা। যেগুলো পাওয়া মাত্রই বাজারে বিক্রি করে দেওয়া হয়।

একই ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের পটোল চাষি আব্দুর রহিম বলেন, এ বছর ১৬ শতাংশ জমিতে পটোল চাষ করেছি। কিন্তু রোগে আক্রান্ত হয়ে ৮ শতাংশ জমির পটোল ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অবশিষ্ট ৮ শতাংশ জমির পটোল ক্ষেত ভালো রয়েছে। মাঘ মাস থেকে ক্ষেতের পটোল বিক্রি শুরু হয়েছে। ইতোমধ্যে এই জমি থেকে প্রায় ৭ হাজার টাকার পটোল বিক্রি করা হয়েছে। আরও অন্তত ২৫ হাজার টাকার পটোল বিক্রি করা যাবে।

তিনি বলেন, শুরু থেকে এ পর্যন্ত পটোল চাষে খরচ হয়েছে ১০ হাজার টাকা। দুয়েকজন পটোল চাষির পটোল ক্ষেতে রোগ বালাই ধরলেও বেশির ভাগই পটোল ক্ষেত ভালো রয়েছে এবং সেগুলোতে ফলনও ভালো হওয়ায় কৃষকরা আশানুরূপ লাভের মুখ দেখতে পাচ্ছেন। এতে করে আগামীতে এলাকায় আরও বেশি পরিমাণ জমিতে পটোল আবাদ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন, উপজেলার কৃষকদের আর্থিকভাবে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে উপজেলা কৃষি দপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইভাবে এলাকার কৃষকদের পটোল চাষে সার্বিক সহযোগিতা ও কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষামূলকভাবে আজ শুরু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

সারা দেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরছেন কঙ্গনা

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে : নীরব

ওরিকে স্বামী বললেন জাহ্নবী

ওজন কমানো নিয়ে প্রচলিত কিছু মেডিকেল মিথ

উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১১

জাতীয় পার্টি নিষিদ্ধ ও কাদেরকে গ্রেপ্তার দাবি লায়ন ফারুকের

১০

নাফ নদীতে বেপরোয়া আরাকান আর্মি, উপকূলজুড়ে আতঙ্ক

১১

খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স, মিলেছে ৩২ বস্তা টাকা

১২

এক মঞ্চে কিম, পুতিন ও শি জিনপিং

১৩

ভিন্ন রূপে হানিয়া

১৪

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৫

নাক ডাকা বন্ধ করার ৭ সহজ উপায়

১৬

৩০ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদণ্ড কার্যকর

১৮

চার সেনাকে খুঁজে পাচ্ছে না ইসরায়েল

১৯

জ্ঞান ফিরেছে নুরের

২০
X