বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১০:৫৩ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

নৌকা তৈরি করছেন কারিগররা। ছবি : কালবেলা
নৌকা তৈরি করছেন কারিগররা। ছবি : কালবেলা

চলতি শ্রাবণে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে বর্ষার নতুন পানিতে ভরে উঠবে খাল-বিল। তখনই গ্রামীণ পরিবেশে চাহিদা বাড়বে নৌকার, আর এই প্রত্যাশায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। তারা এরই মধ্যে ছোট-বড় শতাধিক নৌকা তৈরি করে বিক্রিও করেছেন।

জানা গেছে, উপজেলার নাইঘর, নাগাইশ, জামতলী, চান্দলা, বলাখাল, হুরারপাড়, শশীদল, দুলালপুর, নাল্লা, বালিনা ও পোকাড়াসহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা বর্ষা মৌসুমে খালে-বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বিলে মাছ ধরার জন্য তাদের অন্যতম মাধ্যম নৌকা। এ ছাড়াও যাতায়াতের ক্ষেত্রেও এসব এলাকায় বর্ষা মৌসুমে নৌকার প্রয়োজন পড়ে। তাই প্রতিবছর বর্ষা মৌসুমের আগে থেকে এসব এলাকায় নৌকা তৈরি বা মেরামতের হিড়িক পড়ে।

সরেজমিনে উপজেলা সদর ইউনিয়নের নাইঘর এলাকায় নৌকা তৈরি ও মেরামতের দৃশ্য দেখা গেছে। নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কারিগরদের পাশাপাশি নৌকার মালিকরাও নৌকা তৈরির উপকরণ সংগ্রহে ব্যস্ত থাকতে দেখা যায়।

মৎস্যজীবী বিল্লাল হোসেন বলেন, আমরা বর্ষা মৌসুমে খাল, বিল ও উন্মুক্ত জলাশয় থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। বর্ষা মৌসুমে আমাদের জীবন-জীবিকার সঙ্গে নৌকা জড়িত। এ জন্য আমরা বর্ষা মৌসুম আসার আগেই নৌকা তৈরি ও পুরোনো নৌকা মেরামত করি।

নৌকার কারিগর (কাঠমিস্ত্রি) সঞ্চিত সূত্রধর বলেন, ছোট-বড় নৌকা তৈরিতে বিভিন্ন প্রজাতির গাছের কাঠ ব্যবহার করা হয়। বিশেষ করে গর্জন, মেহগনি, আকাশি, কাঁঠাল, কড়ই, রেন্ট্রি গাছের কাঠ বেশি ব্যবহার হয়।

সঞ্চিত সূত্রধর আরও বলেন, এ সময়টায় উপজেলায় অনেক কাঠমিস্ত্রী নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। তাদের পাশাপাশি তাদের সহকারীরাও এ কাজে নিয়োজিত রয়েছেন। এ উপজেলায় বেশির ভাগই ছোট ছোট কৌশা ও লবা নৌকা বানানো হয়। এই মৌসুমে আমি ৩০টি নৌকা বিক্রি করেছি। আরও নৌকা তৈরি করা আছে এবং এখনো তৈরি করছি।

কাঠমিস্ত্রি সুভাষ সূত্রধর বলেন, প্রতিবছর এ সময়ে নৌকা তৈরির হিড়িক পড়ে। একটি নৌকা তৈরি করতে এক থেকে দুদিন সময় লাগে। নৌকার আকার ও প্রকারভেদে মজুরি নেওয়া হয়। সাধারণত একটি নৌকা তৈরি করতে প্রকারভেদে ৩ থেকে ১০ হাজার টাকা মজুরি নেওয়া হয়। এ বছর ২০টি নৌকা বিক্রি করেছি।

কাঠমিস্ত্রী আলী হোসেন বলেন, বর্ষা মৌসুম এলেই আমরা নৌকা তৈরির কাজ করি। এই সময় নৌকার বেশি চাহিদা থাকে। এ ছাড়া অন্য সময় বিভিন্ন ফার্নিচার তৈরির কাজ করে জীবিকা নির্বাহ করি। তবে এ বছর এখনো বর্ষার পানিতে খাল-বিল ভরে ওঠেনি, তাই এ বছর অন্য বছরের তুলনায় নৌকার চাহিদা কম।

স্থানীয় বিদ্যাপীঠ চান্দলা মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. অপু খান চৌধুরী বলেন, এই উপজেলায় একসময় বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র বাহন ছিল নৌকা। সময়ের পরিক্রমায় উন্নয়নের ছোঁয়া লেগেছে প্রত্যন্ত অঞ্চলেও। তবে বর্ষা মৌসুমে উপজেলার কিছু এলাকায় এখনো নৌকার কদর রয়েছে। তাই এখন নৌকা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১০

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১১

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১২

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৩

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৪

বিজয় থালাপতি এখন বিপাকে

১৫

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৬

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৭

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৮

সুর নরম আইসিসির

১৯

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

২০
X