বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বামী মারা না গিয়ে আমি মারা গেলে ভালো হতো’

তিন সন্তান নিয়ে আমির হোসেনের স্ত্রী আন্নি আক্তার। ছবি : কালবেলা
তিন সন্তান নিয়ে আমির হোসেনের স্ত্রী আন্নি আক্তার। ছবি : কালবেলা

জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফিরছিলেন অটোরিকশাচালক আমির হোসেন তালুকদার। বাসায় ফেরার পথেই দুপক্ষের সংঘর্ষের মধ্যে গুলিতে ঘটনাস্থলে নিহত হন। কর্মক্ষম স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে বিপাকে পড়েছেন স্ত্রী আন্নি আক্তার।

সন্তানদের নিয়ে মানববেতর জীবনযাপন করছেন তিনি। তাই সন্তানদের ভরণপোষণ ও লালনপালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আর্থিক সহায়তা চেয়েছেন আন্নি আক্তার।

জানা গেছে, তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের আমির হোসেন তালুকদার ছোটবেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের ৩টি সন্তান রয়েছে।

গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিল আমির। ওই সময় সংঘর্ষ চলাকালে ৩টি গুলি এসে তার শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলে মারা যান।

স্বজনরা তাকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করে।

নিহত আমির হোসেনের স্ত্রী আন্নি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার আর কিছুই রইল না। স্বামী মারা না গিয়ে আমি মারা গেলে অনেক ভালো হতো। এখন আমার তিন সন্তানকে কে ভরণপোষণ দেবে। আমি কীভাবে তিন সন্তানকে লালনপালন করব তা ভেবে পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সন্তানদের ভরণপোষণ ও লালনপালনের জন্য আর্থিক সহায়তার চাই।

নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার গুলিতে নিহত হয়। আমির হোসেন স্ত্রী ও তিনটি শিশু সন্তান রেখে গেছেন। ওই শিশু সন্তানদের ভরণপোষণের কেউ রইল না। আমিরের স্ত্রী আন্নি আক্তার তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানাই।

স্থানীয় ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম বলেন, আমির হোসেন দীর্ঘদিন যাবত ঢাকায় থাকতেন। তিনি অত্যন্ত গরিব মানুষ। ঢাকা শহরের রিকশা চালিয়ে সংসার চালাত। তিনি শুক্রবার জুমার নামাজের পর গুলিতে মারা যান। ৩টি বাচ্চা আছে তার। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, তাদের যদি কোনো আর্থিক সহযোগিতা সরকারের কাছে থাকে সেটা যেন তারা পায়।

তালতলী থানার ওসি মো. শহীদুল ইসলাম খাঁন বলেন, নিহত আমির হোসেন তালুকদারের বাড়িতে পুলিশ পাঠিয়ে ঘটনা জেনেছি। তার নিহতের ঘটনাস্থল ঢাকায়। ওই স্থানের পুলিশই ব্যবস্থা নেবেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা কালবেলাকে বলেন, নিহত আমির হোসেনের বাড়ি পরিদর্শন করেছি। তার পরিারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চারঘাটে বন্যাদুর্গতদের পাশে বিএনপি

ফেব্রুয়ারিতে নির্বাচন রোধে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে : নীরব

মৃত বাবাকে চেয়ারে বসিয়ে সম্পত্তি লিখে নেওয়ার ভিডিও নিয়ে জানা গেল সত্য ঘটনা

চিকিৎসা সামগ্রী রেজিস্ট্রেশনে স্বতন্ত্র নীতিমালার দাবি

রাতে জামিনে কারামুক্ত হলেন শমী কায়সার

ঢাকায় ‘কমনওয়েলথ অ্যালামনাই প্রদর্শনী ও নেটওয়ার্কিং সন্ধ্যা’ অনুষ্ঠিত

‘ভোলাগঞ্জ থেকে লুট করা’ পাথর ডেমরায় উদ্ধার

আনুষ্ঠানিকভাবে আলাদা হল ঢাবি-সাত কলেজ

রাতে স্মার্টফোনের আসক্তি সহজেই দূর করুন

গণঅভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ : আমিনুল

১০

বাড়ির মালিককে থাপ্পড় দিয়ে ডাকাত — ‘ঘরে সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’

১১

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

১৩

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

১৪

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

১৫

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

১৬

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

১৭

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

১৮

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

১৯

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

২০
X