শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সঞ্চয়ের চেক পেয়ে স্বপ্ন দেখছেন নারী শ্রমিকরা

চেক বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। ছবি : কালবেলা
চেক বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের তাড়াশে দরিদ্র পরিবারের নারীদের সংসারে সচ্ছলতার জন্য ৮০ জন নারী কর্মীকে সঞ্চয়ের চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) চার বছর পর ব্যাংক ইন্টারেস্টসহ সঞ্চয়ের ১ লাখ ২০ হাজার ৪২২ টাকার চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। এ সময় চেক বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ এর আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের দরিদ্র পরিবারের ৮০ নারী শ্রমিকের কাজ করতেন। প্রতিদিন ২৫০ টাকা মজুরি হিসেবে গ্রামীণ সড়কগুলো রক্ষণাবেক্ষণে কাজ করতেন। আর সঞ্চয়ের জন্য মজুরির টাকার মধ্যে থেকে প্রতিদিন ৮০ টাকা হিসেবে কাটা হয়েছে। চার বছর মেয়াদি প্রকল্পটি ২০২০ সালের ১ জুন থেকে শুরু হয়। এই প্রকল্পের শেষ দিন ছিল চলতি বছরের ৩১ মে।

ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আকতার, উপজেলা উপসহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম, সুলভ বাবু, আকবার আলী ও তাড়াশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামিউল হক শামিম উপস্থিত ছিলেন।

সঞ্চয়ের টাকার চেক পেয়ে উপজেলা সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের মোছা. সালেহা খাতুন বলেন, আমার দুটি সন্তান পড়াশোনা করে। এ টাকা থেকে দুটি ছাগল কিনে পালন করব। বাকি টাকা ব্যাংকে রেখে দেব আমার ছেলেমেয়ের জন্য।

দেশিগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের রেনুকা রানী উঁড়াও বলেন, এ টাকা দিয়ে দুটি গরু কিনব। তারপর যে টাকা থাকবে সে টাকা দিয়ে চাল কিনে রাখব। তাহলে স্বামীর প্রতিদিন চাল কিনতে হবে না। কিছুটা হলেও আয় হবে।

তাড়াশ পৌর এলাকার কহিত গ্রামের মোছা. আমেনা খাতুন বলেন, স্বামী মারা যাওয়ার পর ছেলের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। প্রতিদিন যে টাকা আয় হয় তা দিয়েই সংসারে খরচ করেছি। এখন একসঙ্গে অনেক টাকার চেক পেয়ে আনন্দ লাগছে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফজলুল হক বলেন, এ প্রকল্পের আওতায় একজন নারী শুধু একবারই এই কাজে শ্রমিক হিসেবে অংশগ্রহণ করতে পারবেন। চার বছর পর প্রকল্প মেয়াদ শেষ হয়ে যাবে। আগামী দিনে এ প্রকল্পের আওতায় আরও ৮০ নারীকে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে থাকবে সব নতুন মুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১০

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১১

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৩

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৪

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৫

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৬

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৭

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১৮

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৯

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

২০
X