সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চুরির ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২১ টন ভুট্টাসহ গ্রেপ্তার ৯

চুরির ঘটনায় গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
চুরির ঘটনায় গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সাড়ে ২১ টন ভুট্টা ও কাভার্ডভ্যান উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুলিশ। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার (২ আগস্ট) সকাল পর্যন্ত সিরাজগঞ্জের রায়গঞ্জ, সলঙ্গা ও বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) বিনয় কুমার।

গ্রেপ্তাররা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ট্রাকচালক মো. রতন হোসেন (২০), একই উপজেলার মেইন আলমপুর গ্রামের মো. আয়েন উদ্দিন শেখের ছেলে অপর ট্রাকচালক শরিফুল ইসলাম (৩০), কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর গ্রামের কবির হোসেনের ছেলে ট্রাকের হেলপার সাগর হোসেন (২০), বগুড়ার শেরপুর উপজেলার খন্দকার টোলা গ্রামের আয়নাল হকের ছেলে ট্রাকের হেলপার মো. হাসান (৪২), শেরপুর সদরের হাসরা গ্রামের বাহাদুল্লাহ মণ্ডলের ছেলে দুলাল মণ্ডল (৫৪), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে নাজমুল হুদা (২৪), শেরপুরের উত্তর শাহ পাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান মনির (৩৮), বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ি গ্রামের মতলেব আলীর ছেলে মো. হাসান (২৬) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের আনোয়ার হোসেনের মো. মতিন (৩৫)।

বিনয় কুমার জানান, গত ৩০ জুন সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের ডটার রাইস মিলের মালিক মো. মাহমুদ হাসান রাজু, চালক শরিফুলের কাভার্ডভ্যানযোগে গাজীপুরের কোয়ালিটি ফিড কোম্পানিতে সাড়ে ২১ টন ভুট্টা পাঠিয়ে দেন; কিন্তু ৩১ জুলাই সকালেও কাভার্ডভ্যানটি গন্তব্যে পৌঁছায় না। ভুট্টার মালিক কাভার্ডভ্যান চালক শরিফুলকে ফোন দিলে সেটা বন্ধ পান। এরপর গাড়িটির মালিক জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারেন কাভার্ডভ্যানটি সলঙ্গা উপজেলার নাইমুড়ী এলাকায় রয়েছে। বিষয়টি সলঙ্গা থানায় জানালে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে। এ ঘটনায় ১ আগস্ট সলঙ্গা থানায় মামলা হয়।

মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে ট্রাকচালক শরিফুলকে গ্রেপ্তার করে। পরে অভিযান চালিয়ে আরও ৮ জনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে চোরাই ভুট্টা উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়া কাপের প্রথম ম্যাচে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ

দাম কমলো জেট ফুয়েলের

আইনি জটিলতা কাটিয়ে বড় পর্দায় আসছে 'জলি এলএলবি ৩'

জাকসু নির্বাচন : ভোট শেষে আঙুলে দেওয়া হচ্ছে না অমোচনীয় কালি

এবার মহাসড়কের সঙ্গে রেললাইন অবরোধ

হিজাব নিয়ে স্লোগান বিতর্কের ব্যাখ্যা দিলেন ডাকসুর জিএস ফরহাদ

গাজায় ত্রাণ শিবির পাহারা দিচ্ছে ইসলামবিদ্বেষীরা

৪৬ লাখ টাকায় কেনা হলো কলা! বিসিসিআইকে হাইকোর্টের আইনি নোটিশ

ডাকসুর ভিপি-জিএস কী সুযোগ-সুবিধা পান

১০

ভোট দিয়ে বের হয়ে ‘গুরুতর’ অভিযোগ তুললেন ছাত্রদলের ভিপি প্রার্থী

১১

ভোটারের চেয়ে বেশি ব্যালট, অভিযোগ ছাত্রশিবিরের জিএস প্রার্থীর

১২

আবুধাবিতে কেমন হবে বাংলাদেশের ম্যাচের উইকেট?

১৩

আওয়ামী আমলে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

১৪

অপ্রতিরোধ্য ইসরায়েল, ৭২ ঘণ্টার ব্যবধানে ৬ দেশে হামলা

১৫

দুর্বল হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত শুরুর লক্ষ্য বাংলাদেশের

১৬

জাকসু নির্বাচন / ২৫ মিনিট দেরিতে শুরু শহীদ রফিক-জব্বার হলের ভোটগ্রহণ

১৭

ডাকসুতে জয়লাভ / শিবির সমর্থিত প্যানেলের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দোয়া ও মোনাজাত

১৮

ছক্কা নয়, স্মার্ট ক্রিকেটে জোর দিচ্ছেন লিটন

১৯

জাকসু নির্বাচন কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

২০
X