সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু এলাকায় বাড়তি নিরাপত্তা

পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নিরাপত্তা। ছবি : কালবেলা
পদ্মা সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নিরাপত্তা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার মাওয়া প্রান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

শনিবার (৩ আগস্ট) সকাল থেকে লৌহজং এর মাওয়া প্রান্তে পুলিশ, র‌্যাব ও বিজিবি পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্যরাও।

বিভিন্ন সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা বেলা ১১টার মধ্যে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় জড়ো হয়ে পদ্মা সেতুর যানবাহন চলাচল বন্ধ করে দিতে পারে, এমন একটি খবর মানুষের মুখে মুখে প্রচার হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে সড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক আনাগোনা দেখা গেছে।

এদিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সেতু নিরাপত্তা রক্ষায় দেখা যায়। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪-৫ জন ছাত্রছাত্রীদের অবস্থান করতে দেখা গেলে তাদের স্থানীয় পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বারবার বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এ ছাড়া এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো আন্দোলনকারীকে আবস্থান করতে দেখা যায়নি।

মাওয়া উত্তর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, আমাদের এই প্রান্তে আন্দোলনকারীদের কোনো অবস্থান নেই। মাওয়া প্রান্তে তারা কোনো কর্মসূচি পালন করেনি। তবে বিভিন্ন স্থানে তাদের জড়ো হওয়ার খবর পেয়েছিলাম। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। পদ্মা সেতু দেশের গৌরব। এটা রক্ষা করার দায়িত্ব সবার। তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে স্থানীয় পুলিশ, নৌপুলিশ, র‌্যাব, বিজিবিসহ সেনাবাহিনী সর্বাত্মক অবস্থানে রয়েছে।

মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি হাজী আশ্রাফ হোসেন বলেন, আমাদের মাওয়া প্রান্তে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী এসেছিল, তাদের আমরা বোঝাতে সক্ষম হয়েছে। তারা এখান থেকে চলে গেছে। এখন যানবাহন চলাচল ও জনজীবন স্বাভাবিক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১০

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১১

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১২

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৩

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৪

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৫

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৬

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

১৭

এবার ক্রিকেটারদের সঙ্গে ‘বৈঠকে’ বসছে পাকিস্তানও, উত্তেজনা তুঙ্গে 

১৮

‘মাদকের আড্ডাখানা ও বেশ্যাখানা’ মন্তব্যের জেরে আইনি পথে যাচ্ছে ডাকসু

১৯

যানজট ও নাগরিক ভোগান্তি কমাতে পদক্ষেপ নেওয়া হবে : হামিদ

২০
X