নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বাসচাপায় মা-ছেলেসহ ৩ জন নিহত

বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের নিচে সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা
বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসের নিচে সিএনজিচালিত অটোরিকশা। ছবি : কালবেলা

নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারি বাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) এবং তার জেঠাতো ভাই সলিমুল্লার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।

স্থানীয়রা জানান, সকালে পার্শ্ববর্তী জেলা ফেনী থেকে স্টার লাইন পরিবহনের একটি বাস লক্স্শীপুরের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকায় পৌঁছলে সড়কের একপাশ সরু থাকায় বাসটি উল্টো পথে ঢুকে পড়ে।

ওই সময় সিএনজিচালিত অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় স্টার লাইন বাস। এতে সিএনজি দুমড়ে মুচড়ে বাসের নিচে চলে যায়। ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম, তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রী মারা যায়।

বাসের যাত্রীরা জানান, বাসটি মাত্র ৯ মিনিটে দাগনভূঞা থেকে বেগমগঞ্জের দোকান ঘর এলাকায় আসে। চালক শুরু থেকেই খুব বেপরোয়া গতিতে বাস চালায়। বাসে থাকা একাধিক যাত্রী চালককে আস্তে গাড়ি চালাতে বললেও তিনি কারও কথায় কর্ণপাত করেননি।

স্থানীয়রা জানান, সিএনজিচালক জসিম তার মা ও জেঠাতো ভাইয়ের স্ত্রীসহ বাড়ি থেকে ভাত নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে তারা দুর্ঘটনার কবলে পড়ে একই পরিবারের তিনজন মারা যায়।

বেগমগঞ্জ-ফেনী আঞ্চলিক সড়কের দুর্গাপুর ইউনিয়নের দোকান ঘর এলাকার রাস্তা এক পাশে সরু থাকায় প্রায় গাড়ি এখানে উল্টো পথে ঢুকে রাস্তা পার হয়। এ জন্য ওই স্থানে প্রায় দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন কালবেলাকে বলেন, ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। তবে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ বাস ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে কৃষকদলের আহ্বায়ক নিহত

মাদারীপুরে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

যশোর-৪ আসনে বাপ-ছেলের মনোনয়নপত্র সংগ্রহ

গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিন প্রথিতযশা পেলেন গুণীজন সংবর্ধনা

বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তারা নিহত

লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান যোগাযোগ বিচ্ছিন্ন

কাবুলের রাস্তায় একা হাঁটতে পারেন না রশিদ খান

ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের ‘মাইনরিটি ঐক্যজোট’র আত্মপ্রকাশ

রাবিতে নির্বাচনে জামাতপন্থিদের ভরাডুবি

ইবনে সিনায় সাশ্রয়ী খরচে স্বাস্থ্যসেবা পাবেন সিএমজেএফ পরিবার

১০

জাতীয় নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী গ্রেপ্তার

১১

জামায়াতে যোগদান করায় বিএনপি নেতা বহিষ্কার

১২

এবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

১৩

নির্বাচন-গণভোটের ৮ গান, ঢাকা বিভাগেরটা রিলিজ

১৪

সব রেকর্ড ভেঙে স্বর্ণের নতুন দাম নির্ধারণ, বুধবার থেকে কার্যকর

১৫

ডাকসু জিএস ও এজিএসের বাগদান কাল

১৬

ডাকসু জিএস ফরহাদের বাগদান বুধবার, পাত্রী কে?

১৭

২৫ ডিসেম্বরের পর মিত্রদের নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি

১৮

গণহত্যা মামলার আসামি, তবু অধরা জাপার আনিস

১৯

খালেদা জিয়ার আসনে এবার বাবা-ছেলের মনোনয়ন সংগ্রহ

২০
X