জামালপুরের মাদারগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ঘোষণা অনুযায়ী ৯ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকার বস্ত্রালয় মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
সমাবেশে একজন চিকিৎসক ও একজন সংগীতশিল্পীও উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য দেন সংগীতশিল্পী রাহিদা লগ্না।
সংগীতশিল্পী রাহিদা লগ্না বলেন, রাষ্ট্রের কোনো আন্দোলনে ছাত্রদের ওপর গুলি চালাতে পারে না। বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুলি খেয়ে মরেছে। আমি শিল্পী হিসেবে চুপ থাকতে পারি না। তাই আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নেমেছি।
সমাবেশ শেষে আবারো বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা। আড়াই ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল শেষে আগামীকালের কর্মসূচি ঘোষণা করে প্রোগ্রাম শেষ করা হয়।
মাদারগঞ্জ থানার ওসি নুর মোহাম্মদ কালবেলাকে বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা মাঠে আছি।