চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়কে আলাদা আলাদা দলে ভাগ হয়ে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শেখ হাসিনার সরকার পতনের পর দেশে বর্তমান অস্থির অবস্থায় শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সাধারণ শিক্ষার্থীর সঙ্গে যুক্ত হয়েছেন গাজীপুরের ইসলামী যুব আন্দোলনের নেতা-কর্মীরাও।
বুধবার (৭ আগস্ট) জেলা শহরের চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি ,জয়দেবপুরের শিববাড়ি মোড়সহ জেলার শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সাধারণ শিক্ষার্থীরা ও ইসলামী যুব আন্দোলন গাজীপুর জেলা শাখার নেতা-কর্মীরা রাস্তায় মাঝে দাঁড়িয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। প্রচন্ড রোদে সড়কের বিভিন্ন স্থানে লাঠি হাতে দাঁড়িয়ে থেকে যানবাহনের শৃঙ্খলা রক্ষা করছেন স্কুল, কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। এ ছাড়া রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার ও স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরিতে নানা উদ্যোগ দেখা গেছে।
আর অভিনব এ ধরনের কাজে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন শিক্ষার্থীরা। অনেকেই তাদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে নানা উৎসাহ ও প্রশংসা করছেন।
পথচারী ইমতিয়াজ মাহমুদ বলেন, এ এক নতুন বাংলাদেশ। ট্রাফিক পুলিশ নেই কিন্তু শিক্ষার্থীরা রাস্তায় সুশৃঙ্খল ভাবে যানবাহন চলাচলে নিজেরাই দায়িত্ব পালন করছেন। ছেলে মেয়েদের এমন উদ্যোগ দেখে মনে হয় তরুণরাই গড়বে আমাদের এ দেশ।
সাদেক নামে একজন শিক্ষার্থীদের ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘নতুন সকালে এক অভিনব বাংলাদেশ।’