মাদারীপুর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জাকির হোসেন লোকমান ট্রাকচাপায় নিহত হয়েছেন।
শনিবার (১০ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ঢাকার নিমতলীতে দুর্ঘটনায় তিনি নিহত হন।
নিহত জাকির হোসেন লোকমান শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আব্দুল মান্নান উকিলের ছেলে। তিনি মাদারীপুর জেলা আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) আইনজীবী ছিলেন।
মাদারীপুর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল যোগে ঢাকা যাচ্ছিলেন তিনি। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে নিমতলী এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল রাখে তার চালক। মোটরসাইকেল রেখে একটি ছাউনির কাছে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।
স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, ঢাকা যাওয়ার সময় তিনি বৃষ্টির কবল থেকে রক্ষা পেতে মোটরসাইকেল রেখে রাস্তার পাশের একটি ছাউনির নিচে যাওয়ার সময় ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান। তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।