মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে যুবদল নেতার চাঁদা দাবি

অভিযুক্ত যুবদল নেতা রনি মাঝি। ছবি : কালবেলা
অভিযুক্ত যুবদল নেতা রনি মাঝি। ছবি : কালবেলা

শরীয়তপুরের নড়িয়াতে অন্তত ১০টি পরিবারের কাছ থেকে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে রনি মাঝি নামের এক সাবেক যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, শেখ হাসিনা সরকার বিদায়ের পর এমন ঘটনা ঘটেছে। রনির ভয়ে অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না। যদিও যুবদল নেতা চাঁদা দারির বিষয়টি অস্বীকার করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘড়িসার ইউনিয়নের বাহের কুশিয়া মৌজার সাড়ে ৮ একর সম্পত্তির মালিক অলোক কুণ্ডু ও পরিবার। পরে জায়গাটি জোর করে দখলে নেয় স্থানীয় বিএনপি নেতা হায়দার মাঝি। আদালতের মাধ্যমে সেই সম্পত্তি আলোক কুণ্ডু ও তার পরিবার বুঝে পাওয়ার পর নাজির খান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করা দেন। বর্তমানে নাজির খান সেই সম্পত্তি প্লট আকারে বিক্রি করলে কিনে নেয় অন্তত ৪০টি পরিবার। আর এদের মধ্যে ১০টি পরিবার বাড়ি তৈরি করে বসবাস করছেন।

এদিকে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হায়দার মাঝির ছেলে ও সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি মাঝি বাড়িগুলোতে গিয়ে বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি করছেন।

জায়গার মালিক নাজির খাঁন বলেন, আমি অলোক কুণ্ডু ও তার ভাইদের কাছ থেকে সম্পত্তিটি কিনে নেই। সেখানে হিন্দু ও মুসলিম ধর্মের বেশ কিছু পরিবার সম্পত্তি কিনে বসবাস করছেন। সম্প্রতি আওয়ামী লীগে সরকার পতনের পর রনি মাঝি সেখানের বাসিন্দাদের কাছ থেকে চাঁদা দাবি করছেন। অনেকেই ভয়ে চাঁদা দিচ্ছেন। তাছাড়া রনি মাঝি আর তার লোকজন সেখানে থাকা আমার অফিসটি জোর করে দখলে নিয়ে তালাবদ্ধ করে রেখেছেন।

মো. শাহজাহান নামের এক ভুক্তভোগী বলেন, আমরা নাজির খানের কাছ থেকে দলিল দেখেই কিনেছি। আমাদের জমির মিউটেশন করাও হয়েছে। সরকার পতনের পর কিছু দুষ্কৃতিকারী ও রনি মাঝি আমাদের এখানে এসে বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা দাবি, হুমকি দিচ্ছেন। বর্তমান সরকার ও প্রশাসন যেন বিষয়টি একটু দেখেন।

আব্দুর রশিদ সরদার নামের আরেক বাসিন্দা বলেন, আমি এখানে আমার দুই সন্তানের জন্য দুইটি প্লট কিনেছি। এখন রনি মাঝি এসে আমাদের কাছ থেকে চাঁদা চায়। তারা একটি ঘর ভেঙেও নিয়ে গেছে। আমরা ভীষণ আতঙ্কে আছি। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই।

এ বিষয়ে জানতে চাইলে রনি মাঝি বলেন, ওইটা আমার বাড়ি, এটা সবাই জানে। আর আমি চাঁদা দাবি করিনি। যারা অভিযোগ করেছে তাদের আমার কাছে নিয়ে আসেন। এ সময় তিনি রাগান্বিত হয়ে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

দলের নাম ভাঙিয়ে চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঘড়িসার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ মুন্সি। তিনি বলেন, তারেক রহমানের আমাদের দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন কেউ যাতে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে না পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখবো এবং সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম। তিনি কালবেলাকে বলেন, কোনো ব্যক্তির চাঁদাবাজির করার সুযোগ নেই। আমরা এই ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এমন কিছু পেলে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১০

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১১

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১২

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৪

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৬

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৮

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৯

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

২০
X