ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে আলোচনা ব্যতীত আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়োগ করার প্রতিবাদে সমাবেশ করেছে বাংলাদেশ সচেতন আদিবাসী ছাত্র-জনতা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে বান্দরবান মুক্তমঞ্চে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
বক্তারা বলেন, ছাত্রসমাজ এক হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সাধারণ মানুষে ফিরে পেয়েছে বাকস্বাধীনতা। এ আন্দোলনে সবার অংশগ্রহণের কারণে স্বৈরাচারের পতন ঘটেছে। আমরা এ গণহত্যার সঠিক বিচার চাই।
তারা আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নিয়োগ অগণতান্ত্রিকভাবে হয়েছে। ছাত্র-জনতার সঙ্গে না বসে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আলাপ চাই। আলাপ-আলোচনার মাধ্যমেই আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি নিয়োগ দিতে হবে। না হলে অচিরেই তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উকিং ওয়াং মারমা। এ সময় খুমী জনগোষ্ঠী থেকে সইনাং খুমী, ম্রো জনগোষ্ঠী থেকে ফেকরু ম্রো, খেয়াং জনগোষ্ঠী থেকে হিরো খেয়াংসহ বান্দরবান পার্বত্য জেলার প্রত্যেক জনগোষ্ঠী থেকে একজন করে বক্তব্য দেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান রাজার মাঠে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন