মৌলভীবাজারের কুলাউড়ায় দুই অধ্যক্ষকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ এবং আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এ বিষয়টি নিশ্চিত করেন দুই কলেজের গভর্নিংবডির সভাপতি সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল ও নবাব আলী নকি খাঁন। কলেজ ক্যাম্পাস শান্ত রাখার স্বার্থে ও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় গভর্নিংবডি।
ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন কলেজের সহকারী অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন। অন্যদিকে আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন শশাঙ্ক শেখর গোস্বামী।
উল্লেখ্য, গত ৮ জুলাই ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন সিপার উদ্দিন আহমদ। তিনি শিক্ষকতার পাশাপাশি কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। অন্যদিকে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদিরের পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় তারা বলেন, একজন শিক্ষক হয়ে কোটা আন্দোলনে শহীদ হওয়া শত শত শিক্ষার্থী ও তাদের বুকের রক্ত ঝরার প্রতিবাদ না করে আন্দোলনকারীদের বিরুদ্ধে গিয়ে নিজ দলের আখের গোছাতে ব্যস্ত ছিলেন। উনারা আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। আমরা একজন নির্দলীয় শিক্ষক চাই।
মন্তব্য করুন