রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩৩
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে মনসা পূজাকে ঘিরে জমজমাট ছাগলের হাট

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ছাগলের হাটের একটি চিত্র। ছবি : কালবেলা
রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ছাগলের হাটের একটি চিত্র। ছবি : কালবেলা

আগামী ১৭ আগস্ট শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের শ্রী শ্রী মনসা পূজা। আর মাত্র বাকি দুই দিন। মনসা পূজার দিন সনাতনী সম্প্রদায়ের অনেকেই দেবী মনসার উদ্দেশ্যে পাঠা ছাগল ও হাঁস বলি দিয়ে থাকে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে পাঠা বা ছাগল বলি দেওয়ার রেওয়াজ বহু বছরের।

এদিকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের বটতলা ছাগলের হাটে গিয়ে দেখা যায়, পূজার দিন ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে জমজমাট ছাগলের হাটের দেখা মিলেছে সেখানে। ছাগল কিনতে দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন। বাজারে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। এ সময় পাহাড়ের বিভিন্ন জাতের ছাগলের পাশাপাশি পাটনাইয়া জাতের ছাগল বেশি বিক্রয় হতে দেখা গেছে।

কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়া থেকে ছাগল বিক্রয় করতে এসেছেন সাইনুপ্রু মারমা। তার সঙ্গে কথা হলে তিনি জানান, নিজ ঘরে তিনি বেশ কয়েকবছর ধরে ছাগল পালন করে আসছেন। প্রতিবছর তিনি রাইখালী হাটে এসে ছাগল বিক্রয় করে বেশ লাভবান হন। তাই এবারও ছাগল বিক্রয় করতে এই হাটে এসেছেন। অন্য বছরের মতো এবারও ছাগল বিক্রি করে ভালো দাম পাবেন বলে আশা করছেন তিনি।

এরকম আরও কয়েকজন ছাগল বিক্রেতার সঙ্গে কথা হলে তারাও জানান, এই বছর ছাগলের চাহিদা বেশি থাকায় দামও ভালো পাবেন বলে আশা করছেন তারা। এ ছাড়া মাঝারি সাইজের ছাগলের চাহিদা এইবার অনেকটা বেশি বলে তারা জানান।

অন্যদিকে ছাগল কিনতে আসা কয়েকজন বাসিন্দা জানান, ছাগলের দাম অনেক বেশি। এখন পূজা যেহেতু চলে আসছে তাই আজকে ছাগল কিনতেই হবে। এ ছাড়া কয়েকজন ক্রেতা জানিয়েছেন, প্রতিবছরই রাইখালী হাটে ছাগল কিনতে আসেন। বিশেষ করে এই হাটে ভালো মানের ছাগল পাওয়া যায় এবং বেশিরভাগ ছাগলই বাড়িতে লালন পালন হয়ে থাকে। তাই এখানকার ছাগলের চাহিদা তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় বেশি। তবে এবার রাইখালী বাজারে ছোট বড় প্রচুর ছাগলের সমারহ থাকলেও দাম অত্যাধিক চড়া বলে তারা জানান।

রাইখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার জানান, কাপ্তাইয়ের মধ্যে ঐতিহ্যবাহী একটি হাট হচ্ছে এটি। প্রতিবছর সাপ্তাহিক হাট ছাড়াও মনসা পূজাকে কেন্দ্র করে এ সময়ে একটি জমজমাট ছাগলের হাট বসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। হাটে ক্রেতা বিক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে। নায্যমূল্যে ক্রেতারা ছাগল কিনতে পারছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১০

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১১

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১২

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

১৪

আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনই অগ্রাধিকার হবে : তারেক রহমান

১৫

এআই ফটোকার্ডের বিভ্রান্তি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই

১৬

এবারের নির্বাচন স্বাধীনতার পক্ষে ও বিপক্ষের শক্তির বিরুদ্ধে : আবু আশফাক

১৭

অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও ভাইরাল, অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

১৮

বিশ্বকাপে বাংলাদেশের বিকল্প স্কটল্যান্ডকে নেওয়ার ব্যাখ্যায় যা জানাল আইসিসি

১৯

গোপনে বাংলাদেশ ছাড়লেন রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা

২০
X