শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গুলিতে নিহত রাসেলের পরিবার পেল ঘর

দেবিদ্বারের শহীদ জহিরুল ইসলাম রাসেলের ঘর উদ্বোধন অনুষ্ঠানে জামায়াত নেতারা। ছবি : কালবেলা
দেবিদ্বারের শহীদ জহিরুল ইসলাম রাসেলের ঘর উদ্বোধন অনুষ্ঠানে জামায়াত নেতারা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট বিকালে গুলিস্তানে পুলিশের গুলিতে নিহত শহীদ জহিরুল ইসলাম রাসেলের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছে দেবিদ্বার উপজেলা জামায়াত।

সোমবার (১৯ আগস্ট) জহিরুল ইসলাম রাসেলের গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শিবপুরে ঘর নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, শালঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমান, ইউসুফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আবু ইউসুফ, নবিপুর ওয়ার্ডের মেম্বার জামায়াত নেতা মো. হাসান, শালঘর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সমন্বয়ক শফিউল্লাহ, দেবিদ্বার উপজেলা উত্তর আদর্শ শাখা শিবিরের সভাপতি জুনায়েদসহ সাবেক শিবির নেতা কাজী হাসান এবং স্থানীয় ব্যক্তিরা।

ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে সাইফুল ইসলাম শহীদ বলেন, ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, জামায়াত তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। জামায়াত বিশ্বাস করে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয়ের সূচনা আমরা দেখতে পেয়েছি। এত বছর আকাশে যে কালো মেঘ জমা হয়েছিল তা আজ শহীদদের রক্তে ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে গেছে। আমরা প্রতিশোধ নয়, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে জামায়াতের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

তিনি শহীদ রাসেল সম্পর্কে বলেন, শহীদ জহিরুল ইসলাম রাসেল আমাদের মাঝে আর নেই। তার বৃদ্ধা মা, বিধবা স্ত্রী ও তিন বছরের অবুঝ সন্তানকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। এই ক্ষতিপূরণ দেওয়ারও সাধ্য আমাদের নেই।

আমরা জানতে পেরেছি রাসেলের পরিবার অসচ্ছল, তাদের থাকার মতো একটি ঘরও নেই। জামায়াত শহীদ রাসেলের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছে। সে ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে। এ ছাড়া তার পরিবারকে জামায়াতের পক্ষ থেকে মাসিক একটি অনুদান দেওয়া হবে।

শহীদ রাসেলের মা মোর্শেদা বেগম বলেন, রাসেল আমার একমাত্র ছেলে। তার তিন বছরের একটি মেয়ে আছে। মেয়েটা আজ এতিম। বাবাকে ডাকতে বারবার কবরের কাছে চলে যায়। তাকে কিভাবে সান্ত্বনা দেই। জামায়াতের পক্ষ থেকে আমাদের একটি ঘর উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া মাসে মাসে সংসারের খরচ বাবদ টাকা পাঠাবেন বলেছেন।

প্রসঙ্গত, শহীদ জহিরুল ইসলাম রাসেল ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত শাহ আলম সরকারের ছেলে। সে ছৈয়দপুর কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১০

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১১

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১২

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৩

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৪

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৫

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৬

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৭

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৮

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৯

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

২০
X