দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের গুলিতে নিহত রাসেলের পরিবার পেল ঘর

দেবিদ্বারের শহীদ জহিরুল ইসলাম রাসেলের ঘর উদ্বোধন অনুষ্ঠানে জামায়াত নেতারা। ছবি : কালবেলা
দেবিদ্বারের শহীদ জহিরুল ইসলাম রাসেলের ঘর উদ্বোধন অনুষ্ঠানে জামায়াত নেতারা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট বিকালে গুলিস্তানে পুলিশের গুলিতে নিহত শহীদ জহিরুল ইসলাম রাসেলের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছে দেবিদ্বার উপজেলা জামায়াত।

সোমবার (১৯ আগস্ট) জহিরুল ইসলাম রাসেলের গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শিবপুরে ঘর নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, শালঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমান, ইউসুফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আবু ইউসুফ, নবিপুর ওয়ার্ডের মেম্বার জামায়াত নেতা মো. হাসান, শালঘর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সমন্বয়ক শফিউল্লাহ, দেবিদ্বার উপজেলা উত্তর আদর্শ শাখা শিবিরের সভাপতি জুনায়েদসহ সাবেক শিবির নেতা কাজী হাসান এবং স্থানীয় ব্যক্তিরা।

ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে সাইফুল ইসলাম শহীদ বলেন, ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, জামায়াত তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। জামায়াত বিশ্বাস করে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয়ের সূচনা আমরা দেখতে পেয়েছি। এত বছর আকাশে যে কালো মেঘ জমা হয়েছিল তা আজ শহীদদের রক্তে ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে গেছে। আমরা প্রতিশোধ নয়, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে জামায়াতের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।

তিনি শহীদ রাসেল সম্পর্কে বলেন, শহীদ জহিরুল ইসলাম রাসেল আমাদের মাঝে আর নেই। তার বৃদ্ধা মা, বিধবা স্ত্রী ও তিন বছরের অবুঝ সন্তানকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। এই ক্ষতিপূরণ দেওয়ারও সাধ্য আমাদের নেই।

আমরা জানতে পেরেছি রাসেলের পরিবার অসচ্ছল, তাদের থাকার মতো একটি ঘরও নেই। জামায়াত শহীদ রাসেলের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছে। সে ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে। এ ছাড়া তার পরিবারকে জামায়াতের পক্ষ থেকে মাসিক একটি অনুদান দেওয়া হবে।

শহীদ রাসেলের মা মোর্শেদা বেগম বলেন, রাসেল আমার একমাত্র ছেলে। তার তিন বছরের একটি মেয়ে আছে। মেয়েটা আজ এতিম। বাবাকে ডাকতে বারবার কবরের কাছে চলে যায়। তাকে কিভাবে সান্ত্বনা দেই। জামায়াতের পক্ষ থেকে আমাদের একটি ঘর উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া মাসে মাসে সংসারের খরচ বাবদ টাকা পাঠাবেন বলেছেন।

প্রসঙ্গত, শহীদ জহিরুল ইসলাম রাসেল ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত শাহ আলম সরকারের ছেলে। সে ছৈয়দপুর কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় হামাসের বন্দুকধারীদের টহল

আগামীর রাষ্ট্রকাঠামোর পূর্ণ রূপরেখা ৩১ দফাতেই রয়েছে : কফিল উদ্দিন 

পরিবেশ রক্ষায় ৮০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে : টুকু 

ক্ষমতায় এলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান গড়বে বিএনপি : আমিনুল হক

মিসরে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন ট্রাম্প

নেইমারের জন্য এখনও দরজা খোলা রেখেছেন আনচেলত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ ও প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত

ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকাপের টিকিট পেল কেপ ভার্দে

পলিথিনে মোড়ানো শপিং ব্যাগে মিলল নবজাতকের মরদেহ

রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১০

কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার

১১

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

১২

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

১৩

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

১৪

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

১৫

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

১৬

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

১৭

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

১৯

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

২০
X