বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট বিকালে গুলিস্তানে পুলিশের গুলিতে নিহত শহীদ জহিরুল ইসলাম রাসেলের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছে দেবিদ্বার উপজেলা জামায়াত।
সোমবার (১৯ আগস্ট) জহিরুল ইসলাম রাসেলের গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শিবপুরে ঘর নির্মাণের কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ওবায়দুল্লাহ মাহমুদ, শালঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমান, ইউসুফপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. আবু ইউসুফ, নবিপুর ওয়ার্ডের মেম্বার জামায়াত নেতা মো. হাসান, শালঘর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সমন্বয়ক শফিউল্লাহ, দেবিদ্বার উপজেলা উত্তর আদর্শ শাখা শিবিরের সভাপতি জুনায়েদসহ সাবেক শিবির নেতা কাজী হাসান এবং স্থানীয় ব্যক্তিরা।
ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধনকালে সাইফুল ইসলাম শহীদ বলেন, ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছেন, জামায়াত তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। জামায়াত বিশ্বাস করে, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয়ের সূচনা আমরা দেখতে পেয়েছি। এত বছর আকাশে যে কালো মেঘ জমা হয়েছিল তা আজ শহীদদের রক্তে ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে গেছে। আমরা প্রতিশোধ নয়, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে জামায়াতের পাশে দাঁড়ানোর আহ্বান করছি।
তিনি শহীদ রাসেল সম্পর্কে বলেন, শহীদ জহিরুল ইসলাম রাসেল আমাদের মাঝে আর নেই। তার বৃদ্ধা মা, বিধবা স্ত্রী ও তিন বছরের অবুঝ সন্তানকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। এই ক্ষতিপূরণ দেওয়ারও সাধ্য আমাদের নেই।
আমরা জানতে পেরেছি রাসেলের পরিবার অসচ্ছল, তাদের থাকার মতো একটি ঘরও নেই। জামায়াত শহীদ রাসেলের পরিবারকে একটি ঘর উপহার দিয়েছে। সে ঘরের নির্মাণকাজ শুরু হয়েছে। এ ছাড়া তার পরিবারকে জামায়াতের পক্ষ থেকে মাসিক একটি অনুদান দেওয়া হবে।
শহীদ রাসেলের মা মোর্শেদা বেগম বলেন, রাসেল আমার একমাত্র ছেলে। তার তিন বছরের একটি মেয়ে আছে। মেয়েটা আজ এতিম। বাবাকে ডাকতে বারবার কবরের কাছে চলে যায়। তাকে কিভাবে সান্ত্বনা দেই। জামায়াতের পক্ষ থেকে আমাদের একটি ঘর উপহার দেওয়া হয়েছে। এ ছাড়া মাসে মাসে সংসারের খরচ বাবদ টাকা পাঠাবেন বলেছেন।
প্রসঙ্গত, শহীদ জহিরুল ইসলাম রাসেল ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত শাহ আলম সরকারের ছেলে। সে ছৈয়দপুর কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি ঢাকায় একটি জুতার কারখানায় কাজ করত।
মন্তব্য করুন