ছাত্রদলের পর এবার খুলনা মহানগর ও জেলা যুবদলের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যেহেতু খুলনা মহানগর ও জেলা যুবদলের কমিটি মেয়াদ উত্তীর্ণ সুতরাং এই কমিটি বিলুপ্ত করা হলো। শিগগিরই ওই ইউনিট দুটির নতুন কমিটি ঘোষণা করা হবে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর আগে গত ১৭ আগস্ট খুলনা মহানগর ও জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মন্তব্য করুন