চট্টগ্রামের বোয়ালখালীতে শাকপুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিব নির্মল চন্দ্র দাশ ও গ্রাম পুলিশের সদস্য টুবুল বৈদ্যকে গণপিটুনি দিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের বাইরে শাকপুরা চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
ইউপি সচিব নির্মল চন্দ্র দাশ বলেন, চৌমুহনী বাজারের একটি ব্যাংকের সামনে স্থানীয় এক মেম্বারের সঙ্গে কথা বলছিলাম। এ সময় হঠাৎ লোকজন আমাকে মারধর শুরু করেন। এতে মাথায় আঘাত পেয়েছি। পরে পটিয়া উপজেলার পাঁচুরিয়া হাসপাতালে চিকিৎসা নিয়েছি। মাথায় ৫টি সেলাই নিতে হয়েছে।
গ্রাম পুলিশের সদস্য টুবুল বৈদ্য বলেন, সকালে পরিষদ ঢুকতে চাইলে ৪০/৫০ জন লোক নিষেধ করেন। অনেকক্ষণ অপেক্ষার পর দফাদার বলেন বসে থেকে লাভ নেই চলে যেতে। এরপর চৌমুহনী বাজারের একটি মুদির দোকান থেকে বাজার করার সময় তারা আমাকে মারধর শুরু করে। পরে স্থানীয়রা আমাকে তাদের হাত থেকে উদ্ধার করেন।
বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন কালবেলাকে বলেন, ইউপি সচিবকে মারধরের বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।
মন্তব্য করুন