ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আলগি ইউনিয়নের ছুলিনা গ্রামের ঝিলু মিয়ার ছেলে বাবু মিয়া (২৪) ও পার্শ্ববর্তী চন্দ্রা গ্রামের মোকসেদ মিয়ার ছেলে ওবায়দুর রহমান (২০)। গুরুতর আহত আব্দুর রহিম মিয়া (২৪) একই গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহিল বাকী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুয়াদি পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে তিন বন্ধু মোটরসাইকেলে করে মহাসড়কে উঠছিল। এমন সময় খুলনার দিক থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুই বন্ধু মারা যান।
তিনি বলেন, গুরুতর আহত আব্দুর রহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন