লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সেনাবাহিনী।
রোববার (২৫ আগস্ট) রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও ও লামচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক রেজা ও কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান উপস্থিত ছিলেন।
ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর সদস্যরা স্থানীয় প্রশাসন এবং উপজেলার স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, চিড়া, তেল, লবণ, শিশুদের খাদ্য এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সেনাবাহিনী চ্যালেঞ্জ মোকাবিলা করে অসহায় মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিয়েছে।
বিশেষ করে যেসব এলাকা দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন সেখানে সেনাবাহিনীর সদস্যরা নৌকা, ট্রাক এবং অন্যান্য যানবাহন ব্যবহার করে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজ করছেন।
মন্তব্য করুন