গোমতী নদী ও সালদা নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৯৫ শতাংশ এলাকা। এসব বন্যাকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করা বানভাসীদের মধ্যে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও ঔষধ পৌঁছাতে দিন-রাত কাজ করছে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা।
তবে বন্যার এই পানিতে মাছ ধরতে স্থানীয়রা বিভিন্ন এলাকায় মাছ ধরার ফাঁদ (জাল) পেতে রাখার কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে প্রত্যন্ত অঞ্চলে মাছ ধরার জালের বিড়ম্বনায় ত্রাণ নিয়ে পৌঁছানো যাচ্ছে না। ফলে নির্দিষ্ট সময়ে ত্রাণ পৌঁছাচ্ছে না বানভাসীদের কাছে।
এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।
মঙ্গলবার ( ২৭ আগস্ট ) সকালে তিনি তার অফিসিয়াল ফেসবুকে এ স্ট্যাটাস দেন।
পোস্টে তিনি লেখেন, মালাপাড়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মাছ ধরা জালের জন্য ত্রাণের নৌকা যেতে পারছে না। এই মুহূর্তে যারা বাড়ির আশপাশে জাল পেতে রাখা আছে জানেন এ কাজে সাহায্য করুন, নয়তো আপনার বা আপনার আত্মীয়ের কাছে যথাসময়ে খাবার পৌঁছবে না।
মন্তব্য করুন