বিএনপির সাবেক কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিক্ষোভ মিছিলটি উপজেলার তেলের পাম্প থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এর আগে ফরিদপুরের নগরকান্দায় কবির ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় শ্যামা ওবায়েদ রিংকুকে প্রধান আসামি করে ৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিজ, যুবদল নেতা রবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু বলেন, শুক্রবার সাবেক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও আমাদের নেত্রীকে প্রত্যাহারকৃত পদ ফিরিয়ে দিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানাই।
মন্তব্য করুন