শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১২ এএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

বরগুনায় আ.লীগের ২৪ নেতাকর্মীর নামে মামলা

বরগুনা থানা ফটক। ছবি : কালবেলা
বরগুনা থানা ফটক। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মীর রিজন মাহমুদ নিলয়ের বাসায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে ২৪ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান।

রোববার (১ সেপ্টেম্বর) বরগুনা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরগুনা শাখা থেকে অংশগ্রহণকরী ছাত্র তৌহিদুল ইসলাম নীরব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বরগুনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আসাদ, জেলা ছাত্রলীগের সদস্য আরিয়ান সুহার্ত, সুজন কর্মকর, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার শিমুল, ছাত্রলীগে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম সাগর, ঢলুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম মনির, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহাদ হাসান তামিম, জেলা ছাত্রলীগের সদস্য আরেফিন রাফি, বরগুনা কলেজ ছাত্রলীগের সদস্য মোরসালিন বাদশা, মো. আফ্রিদি ওমর, শাহাজাদা রিয়াদ খান, হৃদয় মৃধা, ওমর ফারুক, ইমরান হোসেন নয়ন, মো. হাসান, মো. সোহাগ মিয়া, মো. অলি আহমেদ, মো. বেল্লাল, আতিকুজ্জামান বাবু মৃধা ও পাথরঘাটা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন আহমেদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১ নম্বর সাক্ষী মীর রিজন মাহমুদ নিলয়, বাদী তৌহিদুল ইসলাম নীরবসহ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরগুনা থেকে অংশগ্রহণ করায় আসামিরা তাদের ও কতিপয় সাক্ষীদের ওপর ক্ষিপ্ত হয়ে হত্যার হুমকি দিতে থাকেন। পরে গত ৪ আগস্ট দুপুরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ধারাল দা, লোহার রড, দেশীয় অস্ত্রসহ ১ নম্বর সাক্ষী মীর রিজন মাহমুদ নিলয়ের বাড়িতে হামলা করে ভাঙচুর চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি করে।

এ ছাড়া, হামলাকারীরা ফিরে যাওয়ার সময় বাদী তৌহিদুল ইসলাম নীরবকে রাস্তায় পেয়ে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় ২ নম্বর আসামি আরিয়ান সুহার্ত তার হাতে থাকা ধারাল দা দিয়ে কুপিয়ে আহত করেছেন মর্মে মামলার দরখাস্তে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান কালবেলাক বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ২৪ জনের নাম উল্লেখ করে তৌহিদুল ইসলাম নীরব নামের এক ছাত্র এজাহারের দরখাস্ত দায়ের করছেন। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১০

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১১

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১২

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৩

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৪

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৫

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৬

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১৭

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১৮

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১৯

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

২০
X