বঙ্গোপসাগর আকস্মিকভাবে উত্তাল হয়ে উঠেছে। গভীর সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে তীর ফিরছে ট্রলারগুলো। এদিকে কূলে ফিরে আসার সময় এফবি বিসমিল্লাহ-১ নামের একটি মাছ ধরা ট্রলার সমুদ্রে নিমজ্জিত হয়। এ সময় এফবি সাবিনা নামের অপর একটি মাছ ধরা ট্রলারে কূলে ফিরেছেন সমুদ্রে ভাসমান ১৬ জন জেলে।
আরও পড়ুন : উত্তাল সাগর, হতাশা নিয়ে ফিরলেন জেলেরা
মঙ্গলবার (১ আগস্ট) সকালে হঠাৎ সাগর উত্তাল হয়ে ওঠে বলে জানান ট্রলারের মাঝি এখলাছ গাজী। তিনি বলেন, কূলে ফিরে আসার সময় কুয়াকাটা সংলগ্ন ৭ কিলোমিটার দূরে আসলে তুফানের ঝাপটায় তাদের ট্রলারের তলা ফেটে যায়। এরপর ঘণ্টা খানেক চেষ্টার পর ট্রলার ডুবে যায়। ভাসমান অবস্থায় তিনটি ঘুটাজালের ছোট নৌকা ট্রলার আমাদের উদ্ধার করে। পরে এফবি সাবিনা নামের অপর একটি মাছ ধরা ট্রলারে ঘাটে ফিরেছি।
মৎস বন্দর আলীপুরের মনি ফিসের মালিক আবদুল জলিল বলেন, সমুদ্র হঠাৎ এমন উত্তাল হওয়ায় সমুদ্রে আরও অনেক ট্রলার মাইর খাইছে। সন্ধ্যার পর আরও খবর আসবে।
মৎস বন্দর আলীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, দুপুরের পর থেক এমন দুর্ঘটনার খবর আসতে থাকে। আজ ও কাল হয়তো কয়টা ট্রলার সাগরে নিমজ্জিত হয়েছে তা জানতে পারব।
মন্তব্য করুন