রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা
বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা

চাঁদপুর শহরের পুরান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বৌ বাজার এলাকায় কয়েক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৌ বাজারের বাসিন্দা বিএনপি নেতা রব মিজির সঙ্গে ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আগে থেকেই এলাকায় আধিপত্য ও তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে আহতরা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের দাবি, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা রব মিজি, রানা মিজি, শফিক মিজির নেতৃত্বে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অনেককে বেদম পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছেন।

সংঘর্ষে আহত চাঁদপুর পৌর ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম খান বলেন, বিএনপি নেতা রব মিজি ও তার ছেলে রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারধর করেন। এ সময় এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এলাকার গণ্যমান্যরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরই মধ্যে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রব মিজি ও তার সহযোগীরা বহিরাগতদের সহায়তায় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে আমাদের নারী, পুরুষসহ প্রায় ৫০ জনের বেশি দলীয় নেতাকর্মী আহত হন।

চাঁদপুর পৌর বিএনপির সদস্য রব মিজি বলেন, বিএনপির নাম বিক্রি করে হাইব্রিডরা হাসিনা সরকার যাবার পর পরই সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করছে এবং দলে গ্রুপিং সৃষ্টি করে সামাজিক কাজকর্মে বাধা দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা দলের নেতাদের কাছে এ ধরনের হাইব্রিডদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

চাঁদপুর মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন রনি কালবেলাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরানবাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি। রাতেই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড. ওবায়দুল ইসলামের উদ্যোগে দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য লাভের অপেক্ষায় কোটি জনতা : অপর্ণা রায়

ঢাকায় রুশ গণ-কূটনীতির শতবর্ষ উদযাপন

ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তি ঐক্যবদ্ধ : মুফতি মোস্তফা কামাল

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের নির্বিচার গুলি, শিশুসহ অন্তত ১২ জন নিহত

সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি শুভ্রার

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

১০

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

১১

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

১২

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

১৩

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

১৪

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

১৫

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

১৬

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১৭

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১৮

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১৯

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

২০
X