চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা
বিএনপির দুপক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের অবস্থান। ছবি : কালবেলা

চাঁদপুর শহরের পুরান বাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বৌ বাজার এলাকায় কয়েক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৌ বাজারের বাসিন্দা বিএনপি নেতা রব মিজির সঙ্গে ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের মাঝে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। আগে থেকেই এলাকায় আধিপত্য ও তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের মধ্যে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি মীমাংসার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ভাঙচুর করা হয় দোকানপাট। সংঘর্ষে আহতরা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতদের দাবি, চাঁদাবাজিতে বাধা দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা রব মিজি, রানা মিজি, শফিক মিজির নেতৃত্বে দুই শতাধিক বিএনপি নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অনেককে বেদম পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেছেন।

সংঘর্ষে আহত চাঁদপুর পৌর ২ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলম খান বলেন, বিএনপি নেতা রব মিজি ও তার ছেলে রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারধর করেন। এ সময় এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এলাকার গণ্যমান্যরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এরই মধ্যে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রব মিজি ও তার সহযোগীরা বহিরাগতদের সহায়তায় অস্ত্রশস্ত্র নিয়ে এসে আমাদের এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় বাধা দিতে গেলে আমাদের নারী, পুরুষসহ প্রায় ৫০ জনের বেশি দলীয় নেতাকর্মী আহত হন।

চাঁদপুর পৌর বিএনপির সদস্য রব মিজি বলেন, বিএনপির নাম বিক্রি করে হাইব্রিডরা হাসিনা সরকার যাবার পর পরই সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করছে এবং দলে গ্রুপিং সৃষ্টি করে সামাজিক কাজকর্মে বাধা দিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা দলের নেতাদের কাছে এ ধরনের হাইব্রিডদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।

চাঁদপুর মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন রনি কালবেলাকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরানবাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়েছি। রাতেই ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল। এ ঘটনায় অভিযোগের পরিপ্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয় : রিজভী

এই ৪ কাজ করছেন? দ্রুত কমে যাবে আপনার রিজিক

খুলনায় নতুন কারাগার চালু, কয়েদিদের ফুল দিয়ে বরণ

জকসুর খসড়া আচারণবিধি প্রকাশ / ডোপ টেস্টের উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থী-সাংবাদিকসহ ছাত্রনেতারা

জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল 

সেন্টমার্টিনের উদ্দেশে জাহাজ না ছাড়ার নেপথ্যে

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’

শেষ ১৫ ম্যাচে জাকেরের ব্যাটে মাত্র ৩ ছক্কা

বিদেশ থেকে আনা মোবাইল সেট নিবন্ধন করবেন যেভাবে

ঝিনাই নদী থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার

১০

দিনে আধা ঘণ্টা ব্যয় করে যেভাবে শিখতে পারেন ইংরেজি

১১

পেশিশক্তির রাজনীতি আর চলবে না : তাসনিম জারা

১২

‘ডন ছাড়া খেতেনই না সালমান শাহ’

১৩

বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

১৪

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার চার্জশিট দ্রুত জমা দেওয়া হবে : র‍্যাব

১৫

আলেমদের সান্নিধ্যে চরিত্র সংশোধনের অনুরোধ ধর্ম উপদেষ্টার 

১৬

‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নেয়’

১৭

উড্ডয়নের কিছুক্ষণ পরেই ব্রিটিশ হেলিকপ্টার বিধ্বস্ত

১৮

অসময়ের বর্ষায় ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

১৯

পকেটমারের অভিযোগে আবার শিরোনামে অভিনেত্রী রূপা দত্ত

২০
X