সাভার(ঢাকা) প্রতিনিধি :
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় কাজে ফিরেছেন শ্রমিকরা; নতুন করে ৩০ পোশাক কারখানায় ছুটি ঘোষণা 

ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ছবি : কালবেলা
ঝুঁকিপূর্ণ কারখানাগুলোর সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ছবি : কালবেলা

সম্প্রতি নারী ও পুরুষ শ্রমিককে সমতার ভিত্তিতে চাকরিতে নিয়োগ, বিভিন্ন কারখানায় হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধসহ নানা দাবিতে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। বিভিন্ন ফ্যাক্টরিতে ভাঙচুর এবং সড়কে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করায় শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পোশাক কারখানা মালিকরা অনেকটা শঙ্কার মধ্যে দিনাতিপাত করছিল। গতকাল শনিবার থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করায় মালিক পক্ষের সে শঙ্কা কিছুটা কেটেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) শ্রমিকরা সকালে কর্ম ঘণ্টা শুরুর নির্ধারিত সময়ে কারখানাগুলোতে উপস্থিত হয়ে বেশিরভাগ কারখানায় কাজ করছেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকরা উপস্থিত হলেও তাদের দেওয়া দাবি আদায়ের লক্ষ্যে কাজ না করে বসে থাকেন।

বেলা ১২টা পর্যন্ত ওইসব কারখানার শ্রমিকরা কোনোরকম কাজ না করে বসে থাকায় কর্তৃপক্ষ কারখানাগুলোর ছুটি ঘোষণা করে। কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মক্ষেত্রে উপস্থিত হয়েও কাজ না করে দাবি আদায়ের লক্ষ্যে পোশাক কারখানার ভিতরে অবস্থান করছেন এমন খবর আশপাশের কারখানাগুলোতে ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে ৩০টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ এর কর্মকর্তারা।

আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, আজ সকালে শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময়ে বিভিন্ন কারখানায় উপস্থিত হন শ্রমিকরা। তবে আল মুসলিম, মন্ডল ও নিউএইজ গ্রুপের কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে থাকায় কারখানাগুলো ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

এদিকে অধিক ঝুঁকিপূর্ণ কারখানাগুলো শনাক্ত করে কারখানাগুলোর সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শিল্পাঞ্চল পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্ধারিত সময়ে শ্রমিকরা কারখানায় উপস্থিত হলেও আল মুসলিম, মন্ডল ও নিউএইজ গ্রপের কারখানার শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়ায় কাজ বন্ধ করে বসে ছিলো। পরে কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করে। এ ছাড়া আশপাশে আরও অন্তত ৩০টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। দুটি কারাখানায় ভাঙচুরের খবরও পেয়েছি তবে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার পরিস্থিতি আগের চেয়ে বেশ শান্ত রয়েছে। কয়েকটি ফ্যাক্টরিতে আভ্যন্তরীণ সমস্যা রয়েছে আশা করা হচ্ছে এগুলো তারা নিরাই সমাধান করবে।

বাংলাদেশ গামের্ন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার মোট কারখানার শতকরা ২ শতাংশেরও কম কারখানায় কিছুটা সমস্যা হচ্ছে। গিল্ডান, নাসা গ্রুপসহ যেসকল কারখানার মালিক আন্তরিক ছিলো সেগুলোর সমস্যা সমাধান হয়ে গেছে। মালিকপক্ষ একটু আন্তরিক হলেই এসকল সমস্যা খুব শিগগিরই নির্মূল হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X