টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ১৩ দফা দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

১৩ দফা দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন। ছবি : কালবেলা
১৩ দফা দাবিতে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে ১৩ দফা দাবিতে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করে জয়দেবপুর-টঙ্গী সড়ক অবরোধ করেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধ এখনো চলমান রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টঙ্গী মেঘনা রোডের এমট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো এপারেলস লিমিটেডের প্রায় তিন হাজার শ্রমিক, স্টাফ ও কমচারীরা বেতন ভাতা বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে। সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো তারা টঙ্গী জয়দেবপুর শাখা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করছে, যা এখন পর্যন্ত চলছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, রোববার আমরা ১৩ দফা দাবি নিয়ে কারখানার সামনে অবস্থান নিয়েছিলাম। এক পর্যায়ে আলোচনা হলেও দাবিগুলো মানা হয়নি। আজও আমরা কর্মবিরতি ও বিক্ষোভ পালন করছি। আমাদের দাবিগুলো মানা না হলে কোনো শ্রমিক কর্মচারী কাজে যোগ দেবে না এবং আজকের মধ্যে আমাদের দাবি মানা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা দেব।

শ্রমিকদের দাবিগুলো হলো, প্রতি মাসের ৩-৭ তারিখের মধ্যে সকল শ্রমিক-কর্মচারীদের বেতন প্রদান করা, সকল শ্রমিক ও স্টাফদের হাজিরা বোনাস ১ হাজার টাকা, বেতন ১৫% বৃদ্ধি ও বাৎসরিক ১৮ দিনের ছুটির টাকা, সার্ভিস বিল প্রদান ও টিফিন বিল ৫০ টাকা, নাইট বিল ২০০ টাকা, ৬ মাসে ঈদ বোনাস, অন্তঃসত্ত্বা মায়েদের জন্য ৪ মাসের ছুটি ও ছুটির টাকা আগে প্রদান করে পুনরায় যোগদান করা সুযোগ, আন্দোলনকারী কোনো শ্রমিক-কর্মচারীদের চাকরি থেকে বহিষ্কার করা যাবে না, শ্রমিকদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, উৎসবজনিত ছুটি ১২ দিনের করা এবং কোনো শ্রমিক বা স্টাফদের বের করে দেওয়া হলে ৩ মাস ১৩ দিনের বেতন দেওয়া, সার্ভিস বিল প্রদান করতে হবে ও ছুটির দিন যদি কোনো স্টাফ ডিউটি করে তাকে ৫০০ টাকা দিতে হবে।

এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেডের জিএম সুজন মিয়াকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকদের দাবিগুলো নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় পার্টি ব্যান্ড করার চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে : জাপা মহাসচিব

বার্নাব্যুতে নেমেই আরেকটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনার ‘মাস্তান’

একাদশে ভর্তিতে যাদের আবেদন বাতিলের নির্দেশ

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা 

আসছে আইফোন ১৭ প্রো ম্যাক্স, দাম কত জানেন?

নারী শিক্ষার্থীদের কাছে ভোট ও দোয়া চাচ্ছেন ডাকসুর এজিএস পদপ্রার্থী মায়েদ

এয়ারলাইনসের ‘ভুল সিদ্ধান্ত’ / বিদেশ যেতে বিমানবন্দর সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন হোসাইন

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যে যোগ্যতা দরকার

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

ইরানের পাল্টা হামলা, ক্ষতিপূরণ দাবি করছেন ৫৩ হাজার ইসরায়েলি

১০

যোদ্ধাদের সামরিক প্রধানের পর মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করল ইসরায়েল

১১

সবুজায়ন হচ্ছে রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি

১২

বিইউবিটির আইন ও বিচার বিভাগের সঙ্গে ৮ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

১৩

রাস্তা নিয়ে দুর্ভোগ, ভেঙে যাচ্ছে বিয়ে!

১৪

এটা সারপ্রাইজ হিসেবে থাকুক : তিশা

১৫

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা উপলক্ষে মতবিনিময় সভা

১৬

‘আমার বিয়ের দাওয়াত খাইতে চাইলে ডাকসুতে জিতান’

১৭

বিএনপির দুই নেতাকে শোকজ

১৮

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৯

ইশরাকের পোস্ট শেয়ার করে রাশেদ বললেন, ‘নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে’

২০
X