বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

নিহত আকিল হোসেন রানা। ছবি : কালবেলা
নিহত আকিল হোসেন রানা। ছবি : কালবেলা

বগুড়ায় চাঁদা না দেওয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে আকিল হোসেন রানা নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকিল হোসেন রানা (৪৫) জয়পুরপাড়া পশ্চিম পাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন পুরাতন লোহা ব্যবসায়ী।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা বলেন, গত রোববার ভাড়া নিয়ে এক রিকশাচালকের সঙ্গে রানার বিরোধ হয়। এ সময় প্রতিবেশী ইনছান ও তার এক বন্ধু সাগর রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করেন। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তার মেয়ে জামাইকে জানান। রিকশাচালকের মেয়ের জামাই পরেরদিন ইনছানকে ডেকে চড়-থাপ্পড় দেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রানা তার স্ত্রীসহ একই এলাকায় দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছলে ইনছান ও সাগরের সঙ্গে দেখা হয়। এ সময় ইনছান রানাকে বলেন, রিকশাচালককে মারধর করে বিবাদে জড়িয়ে পড়ায় মারধরের শিকার হয়েছেন তিনি। এ কারণে রানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ইনছান। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় তারা রানার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্ত্রী রানাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। নিহত রানার ভাতিজা মুর্তজা বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরপরই ইনছান ও সাগর পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাবলিগের প্রবীণ মুরুব্বি হাজী সেলিম মারা গেছেন

হান্নান মাসউদ আহত

পেঁয়াজ ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

স্কয়ার গ্রুপে চাকরির সুযোগ 

ডলারসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহত বেড়ে ১৬

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

দায়িত্বরত পুলিশের কাছ থেকে খোয়া গেল ১০ রাউন্ড গুলি

রাজধানীতে আজ কোথায় কী

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০

আজ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে

১১

১৫ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১২

সংখ্যালঘুদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিলেন ইশরাক

১৩

বারডেমে বহির্বিভাগ মেডিসিন ফার্মেসি, স্বল্পমূল্যে মানসম্মত ওষুধের প্রতিশ্রুতি

১৪

খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত

১৫

‘গণতান্ত্রিক উত্তরণের লড়াই বারবার হোঁচট খাচ্ছে’  

১৬

দেশের ক্রান্তিকাল কাটাতে মুক্তিযুদ্ধের চেতনায় ফেরার আহ্বান সালামের

১৭

এলাকার উন্নয়নে ঐক্যের আহ্বান হাবিবুর রশিদ হাবিবের

১৮

তারেক রহমানের প্রত্যাবর্তনে সকল অপশক্তি পরাস্ত হবে : ইশরাক

১৯

পেশাজীবীদের সর্বাত্মক সহযোগিতো চাইলেন তারেক রহমান

২০
X