শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

নিহত আকিল হোসেন রানা। ছবি : কালবেলা
নিহত আকিল হোসেন রানা। ছবি : কালবেলা

বগুড়ায় চাঁদা না দেওয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে আকিল হোসেন রানা নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকিল হোসেন রানা (৪৫) জয়পুরপাড়া পশ্চিম পাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন পুরাতন লোহা ব্যবসায়ী।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা বলেন, গত রোববার ভাড়া নিয়ে এক রিকশাচালকের সঙ্গে রানার বিরোধ হয়। এ সময় প্রতিবেশী ইনছান ও তার এক বন্ধু সাগর রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করেন। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তার মেয়ে জামাইকে জানান। রিকশাচালকের মেয়ের জামাই পরেরদিন ইনছানকে ডেকে চড়-থাপ্পড় দেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রানা তার স্ত্রীসহ একই এলাকায় দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছলে ইনছান ও সাগরের সঙ্গে দেখা হয়। এ সময় ইনছান রানাকে বলেন, রিকশাচালককে মারধর করে বিবাদে জড়িয়ে পড়ায় মারধরের শিকার হয়েছেন তিনি। এ কারণে রানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ইনছান। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় তারা রানার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্ত্রী রানাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। নিহত রানার ভাতিজা মুর্তজা বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরপরই ইনছান ও সাগর পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ঘোষিত প্রার্থীর বিরোধিতা করায় পদ হারালেন ৩ নেতা

রিজভীর পা ধরে সালাম করা সেই সার্জেন্টকে প্রত্যাহার

স্ত্রী-শাশুড়িসহ চারজনকে ছুরিকাঘাত, জামাইসহ আটক ২

বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার

সাতক্ষীরায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : হাবিব

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

ভিয়েতনামে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না : সাদিক কায়েম

নির্বাচনবিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

সাইবার অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান শুরু : ফয়েজ আহমদ তৈয়্যব

১০

বিপ্লব ও সংহতি দিবস / নারায়ণগঞ্জে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বর্ণাঢ্য র‍্যালি

১১

বাংলাদেশের শিক্ষা খাতের প্রশংসা করলেন মালদ্বীপের ফার্স্ট লেডি

১২

শিবিরের উদ্যোগে জবিতে ‘কাওয়ালি সন্ধ্যা’ 

১৩

মেহেরপুরে সাইবার সুরক্ষা অধ্যাদেশে প্রথম মামলা, আসামি ১৯

১৪

চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক

১৫

নির্বাচনের দিনেই গণভোট চায় বিএনপি : মির্জা ফখরুল

১৬

এক বছরে ৫০টি সড়ক নির্মাণের ঘোষণা চসিক মেয়রের

১৭

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে : প্রিন্স

১৮

সম্ভাব্য আর চূড়ান্ত মনোনয়ন এক নয় : তানভীর হুদা

১৯

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ স্বামী, বাইরে থেকে দরজা আটকে দিলেন স্ত্রী

২০
X