শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদা না দেওয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে প্রাণ গেল ব্যবসায়ীর

নিহত আকিল হোসেন রানা। ছবি : কালবেলা
নিহত আকিল হোসেন রানা। ছবি : কালবেলা

বগুড়ায় চাঁদা না দেওয়ায় প্রতিবেশীর ছুরিকাঘাতে আকিল হোসেন রানা নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আকিল হোসেন রানা (৪৫) জয়পুরপাড়া পশ্চিম পাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন পুরাতন লোহা ব্যবসায়ী।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা বলেন, গত রোববার ভাড়া নিয়ে এক রিকশাচালকের সঙ্গে রানার বিরোধ হয়। এ সময় প্রতিবেশী ইনছান ও তার এক বন্ধু সাগর রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করেন। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তার মেয়ে জামাইকে জানান। রিকশাচালকের মেয়ের জামাই পরেরদিন ইনছানকে ডেকে চড়-থাপ্পড় দেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে রানা তার স্ত্রীসহ একই এলাকায় দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছলে ইনছান ও সাগরের সঙ্গে দেখা হয়। এ সময় ইনছান রানাকে বলেন, রিকশাচালককে মারধর করে বিবাদে জড়িয়ে পড়ায় মারধরের শিকার হয়েছেন তিনি। এ কারণে রানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে ইনছান। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায় তারা রানার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্ত্রী রানাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। নিহত রানার ভাতিজা মুর্তজা বলেন, স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পরপরই ইনছান ও সাগর পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১০

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১১

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১২

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৩

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৪

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৫

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১৬

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১৭

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১৮

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১৯

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

২০
X