ঠাকুরগাঁও সদরের চিলারং ইউপির মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম ও দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা শহরের চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন : স্ত্রীকে অচেতন করে বন্ধুদের দিয়ে ধর্ষণ, ভিডিও করলেন স্বামী
এ সময় বক্তব্য দেন উদীচী জেলা শাখার সভাপতি সেতারা বেগম, মহিলা পরিষদ দিনাজপুর শাখার সাংগঠনিক সম্পাদক রুবিনা আক্তার, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সফিকুল ইসলাম, মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সুচিত্রা দেব প্রমুখ।
তাদের অভিযোগ জানা যায়, গত ১৩ জুলাই সদর উপজেলার মাধবপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি ও দশম শ্রেণির দুই ছাত্রীকে ওই এলাকার একদল বখাটে যুবক গুচ্ছগ্রামে আটক করে ধর্ষণ করে। এতে ভুক্তভোগী এক ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ওই ছাত্রীকে দিনাজপুর এম আর আব্দুর রহিম মেডিকেলে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।
আন্দোলনকারীরা জানান, ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা গত ২৬ জুলাই বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে রনি, সাকিব ও আলী নামে তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন