নোয়াখালী সদরের একটি প্রাইভেট হাসপাতালকে ডেঙ্গু পরীক্ষায় ২৫০ টাকা বেশি নেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২ আগস্ট) দুপুরে মাইজদী আধুনিক হাসপাতালে ভোক্তা অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) মো. কাওছার মিয়া এ অভিযান চালান।
এতে রোগীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষা ৭৫০ টাকা এবং ৪০০ টাকার সিবিসি (কমপ্লিট ব্লাড কাউন্ট) পরীক্ষা ৭০০ টাকা আদায়ের প্রমাণ মেলে।
মো. কাওছার মিয়া কালবেলাকে বলেন, ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে দুপুরে মাইজদী আধুনিক হাসপাতালে অভিযান চালানো হয়। এতে ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া যায়। পরে তাদের ৩০ হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে জেলা সিভিল সার্জন অফিসের স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।
মন্তব্য করুন