মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সৈনিক থেকে শিল্পপতি হাবিবুর

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমান ওরফে (হাবাল)। ছবি : কালবেলা
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের হাবিবুর রহমান ওরফে (হাবাল)। ছবি : কালবেলা

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ওরফে (হাবাল)। ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে আলোচিত হন। ২০০০ সালেও তার পরিবার হতদরিদ্র ছিল। হঠাৎ করে হাবিবের এ উত্থান হয়েছে। এখন নিজেকে শিল্পপতি বলে পরিচয় দেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০০০ সালে হাবিবের বাপ, দাদা, মা, দাদি মাত্র ১০ টাকার তাঁতের গামছা তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। এ সময় হাবিব সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি পান। চাকরি পাওয়ার পর থেকে তার সংসারে মোটামুটি সচ্ছলতা আসতে শুরু করে।

হাবিবের বন্ধু মালেক মিয়া বলেন, সেনাবাহিনীতে চাকরির সুবাদে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবনে কাজ করার সুযোগ পান হাবাল। আবদুল হামিদের বিভিন্ন ফরমায়েশ শুনতেন তিনি। বাসার বাথরুম পরিষ্কার, কাপড় পরিষ্কার ও হাটবাজার করে দিতেন তিনি। রাষ্ট্রপতির নাম ভাঙিয়ে হাবিব বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগ বাণিজ্য শুরু করেন। এতে কয়েকশ কোটি টাকার মালিক বনে যান।

মেহেরপুরে ফিরে নিজেকে শিল্পপতি দাবি করেন। মেহেরপুর শহরের প্রবেশপথেই স্থাপন করেছেন একটি অটো রাইস মিল। আওয়ামী লীগের গত দুই সংসদ নির্বাচনে মনোনয়ন নেওয়ার জন্য এলাকায় ব্যাপক প্রচার চালান।

২০২২ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি তুলতে গেলে তাকে স্থানীয় নেতাকর্মীরা চড়-থাপ্পড় ও গলা ধাক্কা দিয়ে বের করে দেন। এরপর তিনি বিভিন্ন সময় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন, গোলাম রসুল, বিএনপির জেলা সভাপতি মাসুদ অরুণের নামে বিষোদ্গার করে বেড়াতে থাকেন।

গত দুই সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিতে টাকা খরচ করেছিলেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনা শুরু হয়।

হাবিবুরের চাচাতো ভাই ভ্যানচালক রজব আলী বলেন, হাবিব আমার চাচার ছেলে। খুব দরিদ্র পরিবারে বেড়ে ওঠে সে। মাটির ঘরে বসবাস করত। এত গরিব ছিল যে, তিনবেলা খাবার জোগাতে পারত না। এখন গ্রামে আলিশান বাড়ি, গাড়ি, বিলাসবহুল জীবনযাপন করে। কীভাবে এত টাকা পেল তা গ্রামের সবার কাছে বিস্ময়ের।

পিরোজপুর গ্রামের বাসিন্দা লিয়াকত মিয়া বলেন, হাবিবের উত্থান যেন আলাউদ্দিন চেরাগের মতো। কোথা থেকে এত টাকা পেলেন, তা কেউ জানে না। এত দরিদ্র পরিবারে জন্ম তার, কী করে এত টাকা হলো। গ্রামে আলিশান বাড়ি, শহরে রাইস মিল, দামি গাড়িতে চলাচল করেন।

পিরোজপুর গ্রামের বাসিন্দা আবু আনসার বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর হাবিব গা-ঢাকা দিয়েছে। খুব গোপনে এলাকায় আসেন। এলাকার মানুষ তার প্রতি ক্ষিপ্ত। চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকেই ৫ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন।

মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া বলেন, হাবিবুর রহমানের নামে সদর থানায় মামলা রয়েছে। কয়েক দফা গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এখন জামিনে রয়েছে। মামলাগুলো মূলত চিটিং মামলা। এ ছাড়া ৫ আগস্ট পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দুটি রাজনৈতিক মামলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​বদলে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি, আসছে নতুন বিধিমালা

আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব‌্যাংক

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

২১ আগস্ট গ্রেনেড হামলা / তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু

রাশিয়া-ইউক্রেন উভয়কে ভূখণ্ড ছাড় দিতে হবে : ট্রাম্পের ইঙ্গিত

ঘুমন্ত স্ত্রীকে কুড়াল দিয়ে কোপালেন লতিফ 

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

রায় শুনে কাঠগড়ায় ঢলে পড়লেন আসামি, হাসপাতালে গেল প্রাণ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

পুতিনকে ধন্যবাদ জানালেন মোদি

১০

হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য দেখতে চাওয়া নিয়ে ইমির পোস্ট

১১

প্রকাশ্যে টোল প্লাজার সিকিউরিটিকে পেটানোর ঘটনায় মামলা

১২

ভাইরাল জ্বরে কী খাবেন, কী খাবেন না

১৩

শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার ওপর নেমে আসবে বিপদ, জানালেন মাখোঁ

১৪

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ 

১৫

আজ বিশ্ব মানবিক দিবস

১৬

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১৭

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

১৮

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

১৯

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

২০
X