বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (৪ আগস্ট) সকালে নেত্রকোনা জেলা বিএনপি উদ্যোগে শহরের বনুয়াপাড়া মোড়ে বিক্ষোভ মিছিল-পরবর্তী এক সমাবেশ হয়।
এতে সভাপতি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী সাহেব।
আরও পড়ুন : দুদকের মামলায় তারেক-জুবাইদার রায় ঘোষণা
সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য, জেলার বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিএনপিসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন