সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে আহত হালিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই নিহতের মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত হালিমা খাতুন থানার চক চৌবিলা গ্রামের মৃত জুলমত আলীর স্ত্রী।
আরও পড়ুন : টঙ্গীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
আটককৃতরা হলেন, চক চৌবিলা গ্রামের মোজাহার আলী ছেলে মেনহাজ আলী ও তার স্ত্রী মিনা খাতুন এবং মৃত জুব্বার আলী ছেলে আবুল কালাম।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, চক চৌবিলা গ্রামের মৃত জুলমত আলীর ছেলে বেলাল হোসেন গং ও একই গ্রামের মোজাহার আলীর পরিবারের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত সোমবার (৩১ জুলাই) হালিমা খাতুনকে মারপিট করে মোজাহার আলীর পরিবারের লোকজন। মারপিটে আহত হলে হালিমা খাতুনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে বাড়ি ফেরে। আবারও তিনি গুরুতর অসুস্থ হলে বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সন্ধ্যায় মারা যান তিনি। ওই দিন রাতেই মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : বরগুনায় ধর্ষণে ব্যর্থ হয়ে ২ শিশুকে কুপিয়ে হত্যা
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন