রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২
হাসান মাহমুদ, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বাধীনতার ৫২ বছরেও স্বীকৃতি মেলেনি ‘মুক্তিযুদ্ধের প্রশিক্ষক’ আরজ আলীর

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষের কাগজপত্র হাতে আরজ আলী বয়াতির সন্তানরা। ছবি : কালবেলা
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্বপক্ষের কাগজপত্র হাতে আরজ আলী বয়াতির সন্তানরা। ছবি : কালবেলা

ছুটিতে বাড়ি এসে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশমাতৃকার টানে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অধুনা গ্রামের মৃত এয়াছিন বয়াতির ছেলে আরজ আলী বয়াতি। সেনাবাহিনীর প্রশিক্ষণ থাকায় সাধারণ মুক্তিযোদ্ধাদের শিখিয়েছিলেন যুদ্ধের কলাকৌশল। ছিলেন সম্মুখ সারির এক বীরযোদ্ধা। ১৯৭১ সালের অক্টোবরে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পাকিস্তানি বাহিনী ও স্থানীয় রাজাকারদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন বলে জানিয়েছেন আরজ আলীর সহযোদ্ধারা। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত মেলেনি স্বীকৃতি।

১৯৭৩ ও ২০০০ সালে আরজ আলীর স্ত্রী লালমোন নেছার নামে পাঠানো অনুদানের চিঠি। ছবি : কালবেলা

আরজ আলী বয়াতির দিনমজুর ছেলে নজরুল ইসলাম বলেন, আমার বাবা আরজ আলী বয়াতি পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় ছুটিতে বাড়িতে ছিলেন আমার বাবা আরজ আলী। সে সময় পাকিস্তান সেনাবাহিনীতে যোগদানের জন্য বারবার বলা হলেও তিনি (আরজ আলী) পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান না করে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে দেশ রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বাটাজোর এলাকায় পাকিস্তানি হানাদারদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন আমার বাবা আরজ আলী। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালের ৩ নভেম্বর জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক হাজার টাকা অনুদান প্রদান করেছিলেন আমাদের পরিাবারকে। এমনকি ২০০০ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তার কার্যালয় থেকেও প্রধানমন্ত্রীর তৎকালীন একান্ত সহকারী সচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম স্বাক্ষরিত একটি অনুদানের চেক আমার মা লালমোহন নেছার নামে পাঠানো হয়। পরিবারের পক্ষে আমার মা চেকের টাকা উত্তোলন করেন।

আরও পড়ুন : ৫২ বছর পর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন শামসুদ্দিন আহমদ চৌধুরী

তিনি আরও বলেন, মা জীবিত থাকাকালীন আমার মুক্তিযোদ্ধা পিতার নাম গেজেটভুক্ত করার জন্য চেষ্টা করেছিলেন। ২০১০ সালে আমার মা মৃত্যুবরণ করেন। বাবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কাগজপত্র মায়ের কাছে গচ্ছিত ছিল। যা এতদিন খুঁজে পাইনি। এজন্য গেজেটভুক্তের আবেদনও করতে পারিনি। সম্প্রতি কয়েকটি কাগজ আমার চাচার বাড়ি থেকে উদ্ধার করেছি। শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে আরজ আলী বয়াতির নাম গেজেটভুক্ত করার জন্য তিনি (নজরুল) বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুজিব বাহিনীর কমান্ডার আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুন : ময়মনসিংহে মুক্তিযোদ্ধা মতিন হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

বাটাজোর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাদেরসহ একাধিক মুক্তিযোদ্ধা বলেন, আরজ আলী আমাদের সহযোদ্ধা ছিলেন। তার সেনাবাহিনীর প্রশিক্ষণ থাকায় যুদ্ধে আমাদের গাইড করতেন। বাটাজোর স্কুলের পাশে পাকিস্তানি বাহিনী ও স্থানীয় রাজাকারদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। ওই যুদ্ধে আমাদের সহযোদ্ধা আরজ আলী শহীদ হয়েছিলেন। আমরা এতদিন জানতাম আরজ আলীর নাম মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত আছে। কিন্তু এখন তার সন্তানরা এসে বলে আমার বাবার নাম গেজেটভুক্ত হয়নি। প্রকৃত মুক্তিযোদ্ধা আরজ আলীর নাম গেজেটভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাই।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ আবেদন করলে কাগজপত্র যাচাইবাছাই করে সত্যতা পেলে গেজেটভুক্তের জন্য সুপারিশ করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১০

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১১

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১২

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

১৩

মানবাধিকার কর্মীদের আটকের ঘটনা কলঙ্কজনক অধ্যায় : মুহিউদ্দীন রাব্বানী

১৪

শিয়ালের কামড়ে মেম্বারসহ আহত ১১

১৫

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

১৬

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

১৭

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

১৮

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

১৯

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

২০
X