রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে ফ্যানে ঝুলিয়ে নির্যাতন

নির্যাতনের শিকার তোফাইরুল ইসলাম রাহাত। ছবি : কালবেলা
নির্যাতনের শিকার তোফাইরুল ইসলাম রাহাত। ছবি : কালবেলা

রাজশাহীর এক মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবককে এক সপ্তাহ ধরে নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটানো হয়। নির্যাতনে যুবকের ডান পা ভেঙে গেছে।

রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার সূর্যোদয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

নির্যাতনের শিকার ওই যুবকের নাম তোফাইরুল ইসলাম রাহাত (২৫)।

জানা গেছে, আহত রাহাতকে উদ্ধার করতে গেলে তার স্ত্রী, বোন এবং নিকটাত্মীয়দের আটকে রাখেন নিরাময় কেন্দ্রের মালিক এবং কর্মচারীরা। আহত রাহাত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করলেও ভয়াবহ নির্যাতনের কারণে শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ ঘটনায় রাহাতের স্ত্রী ফারাজানা আক্তার লাবন্য পবা থানায় গত শনিবার (১৯ অক্টোবর) রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনের নামে মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, নিরাময় কেন্দ্রের মালিক ফেরদৌস হাসান (৩২), কেন্দ্রের ব্যবস্থাপক শুভ কুমার রনি (২৯) এবং ইমতিয়াজ আহমেদ ডালিম (৪২)। এদের মধ্যে পুলিশ রনি এবং ডালিমকে গ্রেপ্তার করেছে। নিরাময় কেন্দ্র থেকে উদ্ধার করা হয়েছে নির্যাতনে ব্যবহৃত লোহার পাইপ এবং চেতনানাশক ইনজেকশনের সিরিঞ্জসহ অন্যান্য আলামত।

তবে মালিক ফেরদৌস প্রকাশ্যে থাকলেও পুলিশ তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। তিনি জামিন নেননি বলেও স্বীকার করেছেন।

তিনি বলেন, রাহাতের বোন আইনজীবী শিরিন সুলতানা মেঘলা আমাকে ব্ল্যাকমেইল (প্রতারণা) করার চেষ্টা করছেন। তার ভাই রাহাত নিরাময় কেন্দ্রে অন্য মাদকাসক্ত রোগীদের নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করছিলেন। তাই তাকে সামান্য মারধর করা হয়েছে। এটি একটি নিছক দুর্ঘটনা।

জামিনের প্রসঙ্গে তিনি বলেন, মামলা হয়েছে শুনেছি। তবে আমি আসামি কিনা সেটি জানি না।

রাহাতের স্ত্রী লাবন্য থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন, গত ২০ জুলাই তার স্বামী রাহাতকে নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। প্রতি সপ্তাহের রোববার তাদেরকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হতো। কিন্তু কিছুদিন থেকে কেন্দ্র কর্তৃপক্ষ রাহাতের সঙ্গে তাদের দেখা করতে দেয়নি। সর্বশেষ গত ১৯ আগস্ট শনিবার জমিজমা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাহাতের সঙ্গে দেখা করার অনুরোধ করা হয়। অনেক অনুরোধের পর বেলা ১১টার দিকে নিরাময় কেন্দ্রে রাহাতের সঙ্গে তাদের দেখা করার অনুমতি মেলে। এরপর সেখানে রাহাতকে প্রায় জ্ঞানশূন্য অবস্থায় দেখতে পান। তারা ডান পা ভাঙা এবং গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক মারধরের আলামত পান। এ সময় রাহাতকে নিয়ে আসার চেষ্টা করলে তাদের আটকে রাখেন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে গোপনে পুলিশকে জানালে তাদের উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে নির্যাতনের বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আহত রাহাতের বোন আইনজীবী শিরিন সুলতানা মেঘলা বলেন, আমরা রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় বসবাস করি। আমাদের একটি প্লট রয়েছে। প্লটটিতে ডেভেলপার দিয়ে বহুতল ভবন করার কথাবার্তা চলছে। আমরা তিন ভাইবোন। বাবা নেই। আমার ভাই রাহাতও এ প্লটের অংশীদার। বহুতল ভবন নির্মাণ করা হলে রাহাত টাকা পাবে। বিষয়টি জানার পর থেকে নিরাময় কেন্দ্রের মালিক ফেরদৌস নানা অজুহাতে রাহাতকে টাকার জন্য চাপ দেওয়া শুরু করে। রাহাত রাজি না হওয়ায় তাকে নির্মম নির্যাতন করা হয়েছে। এমনকি আমাদেরও আটকে রেখে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

রাহাতের স্ত্রী লাবন্য বলেন, নিরাময় কেন্দ্রটি একটি টর্চার সেল। আমার স্বামীকে এক সপ্তাহ ধরে ফ্যানে ঝুলিয়ে দফায় দফায় লোহার পাইপ দিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে। পেটানোর আগে তাকে চেতনানাশক ইনজেকশন দিয়ে জ্ঞানশূন্য করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত রয়েছে। এখন তিনি এতটাই ভেঙে পড়েছেন যে তার শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে আমরা চরম উৎকণ্ঠায় রয়েছি।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ফেরদৌস প্রকাশ্যে রয়েছেন কিনা জানি না। তার ফোন নম্বর খোলা না বন্ধ, সেটিও বলতে পারব না। তবে তাকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। দুই আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতনে ব্যবহৃত লোহার পাইপ এবং চেতনানাশক ইনজেকশনসহ বেশকিছু আলামত সংগ্রহ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা শুনেই বাজারে বাড়ল খোলা তেলের দাম

চলন্ত ট্রেনের হুকে ৫ মিনিট আটকে ছিলেন নারী, অতঃপর...

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

আইনি জটিলতায় বাবা হতে পারছেন না সালমান

আমিরাতে সরকারি স্কুলে জামাতে জোহরের নামাজ আদায়ের নিয়ম চালু

ইসি কারও কথায় চলে না, ‘শাপলা’ প্রতীক নিয়ে সিইসি

সাবেক বৈষম্যবিরোধী নেতা নিখোঁজ, সরকারকে দুষলেন হাসনাত

নির্বাচন নিয়ে ক্রিকেটারদের একইরকম স্ট্যাটাস, কারণ কী

দরিদ্রের চাল যাচ্ছে স্বচ্ছলদের ঘরে, ভিডব্লিউবি কার্ডে অনিয়মের অভিযোগ

২১ ফুট উচ্চতার বিশ্বরূপ দুর্গা প্রতিমা

১০

সাবেক এমপি কবিরুল ৬ দিনের রিমান্ডে 

১১

চীনা প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

১২

পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন, তবে...

১৩

খুশিকে খুশি করতে লাগবে দেড় লাখ!

১৪

শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর হাত ধুইনি : প্রকৃতি মিশ্র 

১৫

তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন জাহিদ হোসেন

১৬

প্রথমবার ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত (ভিডিও)

১৭

ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও ওষুধ পাচার হয় : কৃষি উপদেষ্টা

১৮

রাতে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

১৯

আইএসইউতে এসআইসিআইপির দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০
X