কক্সবাজার জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালুসহ (৫০) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি ও শহরের বাহারছড়ার বাসিন্দা শফিকুল ইসলাম কালু ও জেলা ছাত্রলীগ নেতা সদরের ঝিলংজা ১নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে আবু সুফিয়ান নয়ন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, গ্রেপ্তারকৃত দুজন কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহারভুক্ত আসামি নয়। তবে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
মন্তব্য করুন