মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টাকালে বিজিবির হাতে দুই বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : জগদল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর
এর আগে রোববার (৬ আগস্ট) রাতে মুজিবনগর উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৪ এর কাছে বাংলাদেশ সীমান্তের ১০ গজ ভেতরে আনন্দবাস গ্রামের কাকডাঙ্গা মাঠ থেকে তাদের আটক করা হয়। আটকের পর রাতেই দুই যুবকের নামে পাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়।
মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন, মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের এনামুল হোসেন (২৫) ও একই গ্রামের হাবিবুল ইসলাম (২৩)।
৬ বিজিবির আনন্দবাস বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে বিজিবির একটি টহল টিম তাদের আটক করে বলে জানান ওসি।
মন্তব্য করুন