বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ জামায়াতের অগ্রযাত্রা রোধ করতে পারেনি : এটিএম মাসুম

কুমিল্লায় রুকন সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। ছবি : কালবেলা
কুমিল্লায় রুকন সম্মেলনে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, শেখ হাসিনা এ দেশে তার বাবা হত্যার বিচারের রাজনীতি করেছেন। এ দেশের মানুষের প্রয়োজনে তার দল প্রতিষ্ঠিত হয়নি। তার পুরো শাসন আমল ছিল লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব। কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করাসহ অবৈধ নির্বাচনের নামে ক্ষমতা দখলের মহড়া দিয়েছেন তিনি।

শনিবার (২ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনায় পৌর আধুনিক কমিউনিটি সেন্টার হলরুমে জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। মেধার কোনো মূল্যায়ন ছিল না। মেধাবী ছেলেমেয়েরা বাধ্য হয়ে বিদেশে চলে গেছে। কারণ দেশটা বসবাসের উপযোগী ছিল না। দলীয়করণ করার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করেছে হাসিনা সরকার।

আওয়ামী লীগ বিগত সময়ে অপকর্ম ও লুটপাটের দিক থেকে ১৯৭১ সালকেও হার মানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্ট যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থান শুধু ছাত্রদের নয়, ১৫ বছর জুলুম-নির্যাতনের মধ্য দিয়ে যে ক্ষোভ ও হতাশা জন্ম নিয়েছিল, তারই বিস্ফোরণ ঘটেছিল। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন তিনি জুলুমবাজদের ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জামায়াতের রুকনদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, এমন কোনো জুলুম-নির্যাতন নেই, যা আমাদের ওপর চালানো হয়নি। তবু তারা জামায়াতের অগ্রযাত্রা রোধ করতে পারেনি বরং শত শাহাদাত ও জুলুম-নির্যাতনের পথ ধরেই জামায়াত কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে সফলভাবেই অগ্রসর হচ্ছে। আর আগামী দিনে মানবতার মুক্তির জন্য বিজয় আমাদের সুনিশ্চিত ইনশা আল্লাহ। এ সময় তিনি দ্বীন বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

জেলা আমির অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা মহানগরীর আমির ও কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্য মো. আব্দুস সাত্তার।

এর আগে শুভেচ্ছা বক্তব্য দেন কুমিল্লা জেলা শাখা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকীম ভূইয়া, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মোবারক হোসাইন,কুমিল্লা জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১০

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১১

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১২

বিজয় থালাপতি এখন বিপাকে

১৩

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৪

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৫

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৬

সুর নরম আইসিসির

১৭

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৮

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৯

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

২০
X