সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ৮টি অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিলেন ইউএনও

সাভারে ব্যাটারি কারখানা ও ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
সাভারে ব্যাটারি কারখানা ও ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

ঢাকার সাভারের আমিনবাজারে অবৈধ ৮টি সিসা কারখানা এবং দুইটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুঁড়িয়ে দেওয়া হয় আটটি অবৈধ সিসা কারখানা এবং চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। অভিযানে সর্বমোট ৮ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে এ ইটভাটা ও ব্যাটারি তৈরির কারখানা পরিচালনা করা হচ্ছিল। সকালে এতে অভিযান চালানো হয়।

এসময় ব্যাটারি তৈরির কারখানা সংশ্লিষ্ট তিনজন ও ইটভাটা সংশ্লিষ্ট একজনকে আর্থিক দণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, আমিনবাজারের হোম ব্রিকসের অফিস সহকারী মুক্তার হোসেন (৫৫) ও ম্যানেজার জাকির হোসেন (৫০)। দুজনকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৫ ধারা অনুযায়ী ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ আইনে ব্যাটারি কারখানার ম্যানেজার আউয়াল হোসেনকে (৪০) ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। আর কারখানার হেলপার মো. সুজন (৩৮) ও মুক্তার হোসেনকে (৩৫) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বকর সরকার বলেন, সাভারের বিভিন্ন জায়গায় অবৈধ সীসা কারখানা, ব্যাটারি কারখানা ও অবৈধ ইটভাটা আছে এমন খবরে এখানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ সীসা কারখানায় তিনজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে বিভিন্ন জনকে বিভিন্ন অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৩ এর আলোকে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে অর্থদণ্ড দেওয়া হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে সাভারবাসীকে জানাতে চাই, যেসব অবৈধ ইটভাটা আছে, তাদের ভাটা বন্ধ করতে আহ্বান জানাই। আর অবৈধ সীসা, টায়ার কারখানাগুলো পরিবেশের জন্য ভয়ঙ্কর। তাদেরও এসব কারখানা বন্ধের আহ্বান জানাই। তা না হলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

অভিযানে সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইসলাম নূর ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তারসহ উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে কিডনি দিতে এক মুহূর্তও দেরি করলেন না তরুণী

গুলশানে ডাক পেলেন পটুয়াখালী বিএনপির ৪ নেতা

৫ পদে একাধিক নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর

অনূর্ধ্ব-২০ দল / ৭ ফরোয়ার্ড নিয়ে শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

মারিয়া কোরিনা কি নিজ ভুবনে শান্তিতে আছেন?

জ্বালানি ঘাটতির জন্য রাজনীতিবিদরাও দায়ী : ফাওজুল কবির

উপদেষ্টা হিসেবে আমাদের কারও সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল

নতুন চমক নিয়ে ফিরছে ‘বাহুবলী থ্রি’

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

১০

শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত 

১১

বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব খেলা মানায় না: সাকিব

১২

‘আমরা নিজেদের সঙ্গেই লড়ছি’ যশকে নিয়ে যা বললেন নুসরাত

১৩

এমবাপ্পের গোলের দিন ফ্রান্সের জয়, লুক্সেমবার্গকে হারিয়ে শীর্ষে জার্মানি

১৪

সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক খুন

১৫

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

১৬

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

১৭

ডেপুটি ম্যানেজার নিচ্ছে দারাজ, সপ্তাহে দুদিন ছুটি 

১৮

বিপিএলে কমছে দল সংখ্যা, জানা গেল নিলাম কবে

১৯

ক্যালিফোর্নিয়ার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

২০
X