শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ছিনিয়ে নেওয়ার পর সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেন নেতাকর্মীরা। ইনসেটে আওলাদুল ইসলাম। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেন নেতাকর্মীরা। ইনসেটে আওলাদুল ইসলাম। ছবি : সংগৃহীত

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার অন্যতম আসামি আওলাদুল ইসলামকে র‍্যাব-১৪ আটক করার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ছিনিয়ে নেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে ছিনিয়ে নেওয়ার দুই ঘণ্টা পর বিকাল ৪টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের ভাতশালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চত করেছেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম।

আওলাদুল ইসলাম শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, হত্যা মামলার আসামি আওলাদ হোসেন ইউনিয়ন পরিষদে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪-এর একটি দল অভিযান চালায়। এ সময় চেয়ারম্যানের চিৎকারে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে লোকজন চারদিক থেকে র‍্যাবকে ঘিরে ফেলে এবং মারমুখী আচরণ করে। এ সময় র‍্যাব ও জনতার মাঝে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। নিরাপত্তা বিবেচনা করে র‍্যাব ঘটনাস্থল থেকে দূরে অবস্থান নেয়। পরে উত্তেজিত নেতাকর্মীরা পরিষদের পাশের বিল দিয়ে চেয়ারম্যানকে নিয়ে চলে যায়।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম কালবেলাকে বলেন, র‌্যাবের সঙ্গে এ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযানের প্রস্তুতি নিই। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া সেখানে কারা বিশৃঙ্খলা করেছে, তাদের সম্পর্কে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর র‌্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বলেন, অভিযান পরবর্তী সময়ে কয়েক শ মানুষের সমাগম হয়। এতে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। এ সময় বল প্রয়োগ করলে জননিরাপত্তা বিঘ্নিত হবে বিধায় কৌশল অবলম্বন করা হয়েছে। তবে তার অবস্থান সম্পর্কে নজরদারি করেছে র‌্যাব। পরে আমাদের সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।

শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ৪ আগস্ট মাহবুব ও সৌরভ হত্যা মামলার আসামি আওলাদ হোসেনকে ভাতশালা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে আদালতে পাঠানো হবে। এ ছাড়া বাকিদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১০

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১১

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১২

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৩

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৪

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৫

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৬

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

১৭

বন্ধুত্ব চাইলে সীমান্ত হত্যা বন্ধ করুন : লায়ন ফারুক

১৮

গাজা সীমান্তে ৪০ হাজার সেনা মোতায়েন করল মিসর

১৯

জাজিরা হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত স্বাস্থ্যসেবা

২০
X