সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১০:৩০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রাবণীকে কুপ্রস্তাব দিয়ে ভয়াবহ পরিণতি রুবেলের

হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত
হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে শ্রমিক রুবেল হত্যা মামলায় এক নারীসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৮ নভেম্বর) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৪। সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মূলহোতা মো. বিজয় (১৯) ও মোছা. শ্রাবণী আক্তারকে (১৮)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছেন।

র‍্যাব জানায়, গ্রেপ্তার বিজয়ের সঙ্গে শ্রাবণী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। ৫ দিন আগে কৌশলে শ্রাবণীর মোবাইল থেকে স্পর্শকাতর কিছু ছবি নিজের মোবাইলে নেয় প্রতিবেশী রুবেল মিয়া। এরপর শ্রাবণীকে অনৈতিক প্রস্তাব দেয়। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয় বিজয়। রুবেলকে হত্যার পরিকল্পনা করে। এরপর গত ৬ নভেম্বর শ্রাবণীকে দিয়ে রুবেলকে নদীর পাড়ে ডেকে নেওয়া হয়। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে ও ছুরিকাঘাতে রুবেলকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেয় তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, গ্রেপ্তারকৃত বিজয় ও শ্রাবণী আক্তার এবং ভিকটিম রুবেল মিয়া প্রতিবেশী। শ্রাবণীর প্রেমের সম্পর্ক ছিল ভিকটিমের প্রতিবেশী ভাতিজা বিজয়ের। এ নিয়ে এলাকায় জানাজানি হলে রুবেল ঘটনার ৫ দিন আগে শ্রাবণীর মোবাইলের স্পর্শকাতর ছবি নিজের মোবাইলে নেয় এবং অবৈধ সম্পর্ক থেকে সরে আসতে বলে।

এদিকে রুবেল শ্রাবণীকে কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে অবৈধ সম্পর্কের স্পর্শকাতর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। শ্রাবণী বিষয়টি বিজয়কে জানিয়ে দেয়। পরে বিজয় ও শ্রাবণী ক্ষিপ্ত হয়ে রুবেলকে হত্যার পরিকল্পনা করে। বিজয়ের পরিকল্পনা অনুযায়ী গত ৬ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে শ্রাবণী মোবাইল ফোনে রুবেলকে ফোর্ডনগর এলাকায় আক্তার ডেয়ারি ফার্ম সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ে আসতে বলে।

সেখানে রুবেল ও শ্রাবণী দেখা করে কথা বলতে থাকে। এক পর্যায়ে ওঁত পেতে থাকা বিজয় পেছন দিক থেকে রুবেলের মাথার পেছনে ইট দিয়ে আঘাত করে। এতে রুবেল মাটিতে লুটিয়ে পড়ে। পরে রুবেলের পা চেপে ধরে শ্রাবণী। বিজয় তার সঙ্গে থাকা কাপড় কাটার বড় কেঁচি দিয়ে মাথায় ও গলায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পরে রুবেলের মৃতদেহ ও আলামত ধলেশ্বরী নদীতে মধ্যে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

নিখোঁজের দুদিন পর শুক্রবার দুপুরে ফোর্ডনগর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই বিষয়টি নিয়ে তদন্তে নামে র‍্যাব ও পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার ওসি (তদন্ত) মো. মোশারফ হোসেন কালবেলাকে বলেন, প্রেম সংঘটিত বিষয়ে হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পথ হারিয়ে ফেলেছেন’ নেতানিয়াহু

ভয়ংকর ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়ে নামছে বেলারুশ-রাশিয়া

ফুটবল খেলা কেন্দ্র করে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

সর্বপ্রথম কী সৃষ্টি করেছিলেন আল্লাহ তায়ালা

চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস 

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ আজ

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে চাকরি, আবেদন করবেন যেভাবে

ছেলে মাদকাসক্ত, অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরায়েল’ ভাবনায় ক্ষুব্ধ জর্ডান

১০

১৪ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শুরু আজ

১২

আমাদের ৩ জন শেখ মুজিব রয়েছে : মির্জা গালিব

১৩

আরও গভীর হচ্ছে রাশিয়া-ইরান-চীন-উত্তর কোরিয়ার সম্পর্ক

১৪

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় 

১৫

দুই শিক্ষার্থীসহ ৪ জনের প্রাণহানি, দুই গাড়িতে ছিল না ফিটনেস

১৬

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৭

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

১৮

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৯

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

২০
X